শেরপুর প্রতিনিধি
স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা ফি দিয়ে আবেদন করে শেরপুরে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৯ জন প্রার্থী। জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলার পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম।
শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৩,৪৪১ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে ৫৮১ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় ২৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চূড়ান্তভাবে নারী ও পুরুষ ৩৯ জনকে মনোনীত করে শেরপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড। এর মধ্যে একজন নারী ও ৩৮ জন পুরুষ সদস্য রয়েছেন। এ ছাড়া চারজনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী এবং তাদের অভিভাবকেরা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বচ্ছ ও ঘুষবিহীন নিয়োগ হওয়ায় সরকার ও পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তীর্ণ প্রার্থী ও তাঁদের অভিভাবকেরা।
ফল প্রকাশের পর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। সেই সঙ্গে উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ) আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল, নেত্রকোনা) সুমন কুমার দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা ফি দিয়ে আবেদন করে শেরপুরে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৯ জন প্রার্থী। জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলার পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম।
শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৩,৪৪১ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে ৫৮১ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় ২৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চূড়ান্তভাবে নারী ও পুরুষ ৩৯ জনকে মনোনীত করে শেরপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড। এর মধ্যে একজন নারী ও ৩৮ জন পুরুষ সদস্য রয়েছেন। এ ছাড়া চারজনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী এবং তাদের অভিভাবকেরা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বচ্ছ ও ঘুষবিহীন নিয়োগ হওয়ায় সরকার ও পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তীর্ণ প্রার্থী ও তাঁদের অভিভাবকেরা।
ফল প্রকাশের পর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। সেই সঙ্গে উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ) আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল, নেত্রকোনা) সুমন কুমার দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে