শেরপুর প্রতিনিধি
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে