প্রতিনিধি
শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে