Ajker Patrika

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৫: ৫০
কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ময়মনসিংহের শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. তৌহিদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত তৌহিদ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। সে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে তৌহিদ কাঁঠাল পাড়তে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা ঘরের টিনের চালের ওপর ওঠে। এ সময় চালের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পর্শ করে সে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত