নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নদ-নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে জেলার অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মহারশি ও সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের নদীগুলোর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন।
ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘কয়দিন আগেই আল্লাহ বাঁচাইছে বন্যা থাইক্কা। এখন যেইভাবে বৃষ্টি হইতাছে, আর মহারশির পানি বাড়তাছে—ভয় লাগতাছে আবার বন্যা হইব।’
চেল্লাখালী নদীর পাড়ঘেঁষা সন্ন্যাসীভিটা গ্রামের বাসিন্দা আক্কাছ আলী (৫০) বলেন, ‘বৃহস্পতিবার রাত থাইকা নদীতে ঢলের পানি আসতাছে। যদি বৃষ্টি না কমে, তাইলে আমরা বড় বিপদে পড়ব।’
বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘চেল্লাখালী নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের পানি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ‘টানা বৃষ্টি ও ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, ‘জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় নদী-রক্ষা বাঁধে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আজ ও আগামীকাল বৃষ্টি না হলে নদীর পানি কমে যাবে।’
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নদ-নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে জেলার অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মহারশি ও সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের নদীগুলোর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন।
ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘কয়দিন আগেই আল্লাহ বাঁচাইছে বন্যা থাইক্কা। এখন যেইভাবে বৃষ্টি হইতাছে, আর মহারশির পানি বাড়তাছে—ভয় লাগতাছে আবার বন্যা হইব।’
চেল্লাখালী নদীর পাড়ঘেঁষা সন্ন্যাসীভিটা গ্রামের বাসিন্দা আক্কাছ আলী (৫০) বলেন, ‘বৃহস্পতিবার রাত থাইকা নদীতে ঢলের পানি আসতাছে। যদি বৃষ্টি না কমে, তাইলে আমরা বড় বিপদে পড়ব।’
বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘চেল্লাখালী নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের পানি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ‘টানা বৃষ্টি ও ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, ‘জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় নদী-রক্ষা বাঁধে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আজ ও আগামীকাল বৃষ্টি না হলে নদীর পানি কমে যাবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে