ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে বিষের বোতল নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী। শনিবার সকাল থেকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কার্তিকপুর গ্রামে তিনি এই দাবি নিয়ে অবস্থান শুরু করেন।
তরুণীর স্বামী মো. ইমরান খান, ওই গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।
স্ত্রী চপলার অবস্থানের কথা শুনে ইমরানকে বাড়িতে পাওয়া যায়নি। ওই তরুণী একই উপজেলার চরসেনসাস ইউনিয়নের সিকদার কান্দি গ্রামের মৃত-শহীদউল্লাহ হাওলাদারের মেয়ে।
জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতা ইমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ১৫ মে স্থানীয় কাজি অফিসে গিয়ে তাঁরা গোপনে বিয়ে করেন। ওই নারী বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানালেও ইমরান তাঁর পরিবারকে জানাননি। বিয়ের পর ইমরানের সঙ্গে ওই নারীর গোপনে যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। এভাবে এক বছর হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় চাপ প্রয়োগ করেন ওই নারী। একপর্যায়ে ওই নারীকে অস্বীকার করেন ইমরান।
ভুক্তভোগী ওই নারীর বলেন, ‘ইসলাম ধর্মের রীতি অনুযায়ী কাজির মাধ্যমে গোপনে ইমরান আমাকে বিয়ে করেছে। বিয়ের পর তার ভাইকে ইতালি পাঠাবে বলে আমার কাছ থেকে দুই ধাপে পাঁচ লাখ টাকা নিয়েছে। তাঁর কথায় এক বছর বিয়ের বিষয়টি গোপন রাখি। আমি স্ত্রী হিসেবে তাঁর বাড়িতে থাকতে চাওয়ার পর থেকে সে আমাকে অস্বীকার করছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইমরানের এলাকার নেতাদের বিষয়টি জানালে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্ত্রীর মর্যাদা পেলে আমি মার শ্বশুর বাড়িতে অনশন করতেছি যদি আমাকে মেনে না নেয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।’
বাড়িতে অবস্থানের শুরু থেকেই ইমরান তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগীর অভিযোগ, অভিভাবকদের কাছে তাঁদের বিয়ে গোপন রাখা ও তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নানা শঙ্কায় পড়েন তিনি। ব্যবসা করতে ৫ লাখ টাকা যৌতুকও দাবি করছেন ইমরান। স্বামীর রহস্যজনক এমন আচরণে দিশেহারা হয়ে পড়েন তিনি। দুই বছর পার না হতেই স্বামীর এমন আচরণে অবশেষে তিনি শনিবার ইমরানের বাড়ি অনশন করেছেন।
তরুণী আরও বলেন, ‘এ বিষয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদারকে জানালে, তিনি ইমরান খানকে পরিষদে তলব করলেও সেখানে সে উপস্থিত হয়নি।’
শনিবার সকালে ইমরানের বাড়িতে গিয়ে তরুণীর বিষ হাতে নিয়ে অবস্থান ও অভিভাবকদের কাছে বিষয়টি উপস্থাপন করলে তারা বিস্মিত হন। কিন্তু তরুণীকে বাধা না দিয়ে অবস্থানের সুযোগ দিয়েছেন তাঁরা।
ইমরানের মামা মতিন সরদার জানান, ‘ইমরান ও ওর বিবাহিত স্ত্রী একান্ত বিবাহ করেছে। আমরা ভালো ভাবে জানতাম না, এখন যেহেতু ঘটনা শুনলাম ইমরান ডিভোর্স দিয়েছ তাঁর স্ত্রীকে সত্য কি না তা জানি না। আমরা উভয় পক্ষ বিচারের মাধ্যমে সঠিক তথ্যসাপেক্ষে সমস্যা সমাধানের ব্যবস্থা করাব।’
স্থানীয় শিপল সিকদার মেম্বার বলেন, ‘বিষয়টি আমার আগে জানা ছিল না। আজকেই শুনলাম এবং মেয়েকে দেখলাম। বিষয়টা আমরা উভয় পক্ষ নিয়ে সুষ্ঠ সমাধান দেওয়ার চেষ্টা করব।’
এ বিষয় ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে আমি ওই এলাকার মুরব্বী রহমান ভাইকে বলি, ওনি ঘটনাস্থলে গিয়ে মেয়ের হাত থেকে বিষের বোতলটি উদ্ধার করে বিচারের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে অনশন সমাপ্ত করেন। পরবর্তীতে মেয়ে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দিলে আমরা আইন অনুসারে ব্যবস্থা নিবো।’
পরে মেয়ের স্বামী ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান মোবাইল ফোনে বলেন, ‘আমি তাকে বিয়ে করেছি ঠিক আছে। কিন্তু এখন সে বিষ খেয়ে মরে যাক। আমার কোনো কিছু যায় আসে না। আমি তাকে তালাক দিয়েছি।’
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে বিষের বোতল নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী। শনিবার সকাল থেকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কার্তিকপুর গ্রামে তিনি এই দাবি নিয়ে অবস্থান শুরু করেন।
তরুণীর স্বামী মো. ইমরান খান, ওই গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।
স্ত্রী চপলার অবস্থানের কথা শুনে ইমরানকে বাড়িতে পাওয়া যায়নি। ওই তরুণী একই উপজেলার চরসেনসাস ইউনিয়নের সিকদার কান্দি গ্রামের মৃত-শহীদউল্লাহ হাওলাদারের মেয়ে।
জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতা ইমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ১৫ মে স্থানীয় কাজি অফিসে গিয়ে তাঁরা গোপনে বিয়ে করেন। ওই নারী বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানালেও ইমরান তাঁর পরিবারকে জানাননি। বিয়ের পর ইমরানের সঙ্গে ওই নারীর গোপনে যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। এভাবে এক বছর হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় চাপ প্রয়োগ করেন ওই নারী। একপর্যায়ে ওই নারীকে অস্বীকার করেন ইমরান।
ভুক্তভোগী ওই নারীর বলেন, ‘ইসলাম ধর্মের রীতি অনুযায়ী কাজির মাধ্যমে গোপনে ইমরান আমাকে বিয়ে করেছে। বিয়ের পর তার ভাইকে ইতালি পাঠাবে বলে আমার কাছ থেকে দুই ধাপে পাঁচ লাখ টাকা নিয়েছে। তাঁর কথায় এক বছর বিয়ের বিষয়টি গোপন রাখি। আমি স্ত্রী হিসেবে তাঁর বাড়িতে থাকতে চাওয়ার পর থেকে সে আমাকে অস্বীকার করছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইমরানের এলাকার নেতাদের বিষয়টি জানালে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্ত্রীর মর্যাদা পেলে আমি মার শ্বশুর বাড়িতে অনশন করতেছি যদি আমাকে মেনে না নেয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।’
বাড়িতে অবস্থানের শুরু থেকেই ইমরান তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগীর অভিযোগ, অভিভাবকদের কাছে তাঁদের বিয়ে গোপন রাখা ও তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নানা শঙ্কায় পড়েন তিনি। ব্যবসা করতে ৫ লাখ টাকা যৌতুকও দাবি করছেন ইমরান। স্বামীর রহস্যজনক এমন আচরণে দিশেহারা হয়ে পড়েন তিনি। দুই বছর পার না হতেই স্বামীর এমন আচরণে অবশেষে তিনি শনিবার ইমরানের বাড়ি অনশন করেছেন।
তরুণী আরও বলেন, ‘এ বিষয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদারকে জানালে, তিনি ইমরান খানকে পরিষদে তলব করলেও সেখানে সে উপস্থিত হয়নি।’
শনিবার সকালে ইমরানের বাড়িতে গিয়ে তরুণীর বিষ হাতে নিয়ে অবস্থান ও অভিভাবকদের কাছে বিষয়টি উপস্থাপন করলে তারা বিস্মিত হন। কিন্তু তরুণীকে বাধা না দিয়ে অবস্থানের সুযোগ দিয়েছেন তাঁরা।
ইমরানের মামা মতিন সরদার জানান, ‘ইমরান ও ওর বিবাহিত স্ত্রী একান্ত বিবাহ করেছে। আমরা ভালো ভাবে জানতাম না, এখন যেহেতু ঘটনা শুনলাম ইমরান ডিভোর্স দিয়েছ তাঁর স্ত্রীকে সত্য কি না তা জানি না। আমরা উভয় পক্ষ বিচারের মাধ্যমে সঠিক তথ্যসাপেক্ষে সমস্যা সমাধানের ব্যবস্থা করাব।’
স্থানীয় শিপল সিকদার মেম্বার বলেন, ‘বিষয়টি আমার আগে জানা ছিল না। আজকেই শুনলাম এবং মেয়েকে দেখলাম। বিষয়টা আমরা উভয় পক্ষ নিয়ে সুষ্ঠ সমাধান দেওয়ার চেষ্টা করব।’
এ বিষয় ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে আমি ওই এলাকার মুরব্বী রহমান ভাইকে বলি, ওনি ঘটনাস্থলে গিয়ে মেয়ের হাত থেকে বিষের বোতলটি উদ্ধার করে বিচারের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে অনশন সমাপ্ত করেন। পরবর্তীতে মেয়ে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দিলে আমরা আইন অনুসারে ব্যবস্থা নিবো।’
পরে মেয়ের স্বামী ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান মোবাইল ফোনে বলেন, ‘আমি তাকে বিয়ে করেছি ঠিক আছে। কিন্তু এখন সে বিষ খেয়ে মরে যাক। আমার কোনো কিছু যায় আসে না। আমি তাকে তালাক দিয়েছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে