শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে প্রার্থীদের স্বাক্ষর জাল করে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠেছে। প্রত্যাহার হওয়া প্রার্থীদের অভিযোগ, নিজেরা স্বাক্ষর না দিলেও ফরমে স্বাক্ষর জাল করে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক নিতে এসে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানতে পারেন অনেক সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো সমাধান পাননি বলেও অভিযোগ ভুক্তভোগীদের। পছন্দমতো চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ক্ষুব্ধ মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।
সম্প্রতি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রার্থীদের কথা-কাটাকাটির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মনোনয়ন প্রত্যাহার হওয়া এক প্রার্থীর উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা বলছেন, 'এমপি স্যারের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না। সবাই সিলেকশনে হবে, এই কথা এমপি মহোদয় বলেছেন।'
বিষয়টি নিয়ে প্রতিবেদকের কথা হয় চিতলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, `কেন বা কোন কথার প্রসঙ্গে এমপি সাহেবের কথা বলেছি তা আমার মনে নেই। তবে এ ধরনের কথা আমার বলার কথা নয়।'
চিতলিয়া ইউনিয়নে বাকি প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। নিয়ম মেনেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রার্থীরা। স্বাক্ষর জাল করার বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে আপিল বা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এ ধরনের কোনো নির্দেশনা দেননি। স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের নেতা সব সময় আন্তরিক।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আবার চিতলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানসহ বাকি ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাই এই ইউনিয়নে প্রতিটি পদের বিপরীতে মাত্র ১ জন করে প্রার্থী থাকায় তাঁদের প্রত্যেককেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া ১ নং ওয়ার্ডে আব্দুল হাই মৃধা, ২ নং ওয়ার্ডে মো. ছলেমান হাওলাদার, ৩ নং ওয়ার্ডে মো. নান্নু মাল, ৪ নং ওয়ার্ডে মো. ফারুক মুন্সী, ৫ নং ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে ধীরেন হাওলাদার, ৭ নং গওয়ার্ডে মো. ছালাম তালুকদার, ৮ নং ওয়ার্ডে অলিলুর রহমান সরদার, ৯ নং ওয়ার্ডে এস আজিজুল হক নির্বাচিত হতে যাচ্ছেন। ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোয়ারা বেগম। ৪, ৫ ও ৬ নম্বরে রাজিয়া বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বরে সংরক্ষিত নারী সদস্যপদে নীলুফার ইয়াসমীন নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহার হওয়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. খোকন ফরাজী বলেন, 'মনোনয়ন প্রত্যাহারের দিন আমি শহরেই আসিনি। কাল বুধবার প্রতীক নিতে এসে শুনি আমার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। অথচ আমি জানি না। আমার কোনো স্বাক্ষর ছাড়াই কীভাবে আমার মনোনয়ন প্রত্যাহার করা হলো বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কোনো উত্তর না দিয়ে আমাকে অপেক্ষা করতে বলেন।'
সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া ফুলমালা বেগমের স্বামী জানান, 'আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করিনি। তারা জোর করে অবৈধভাবে কাজটি করেছে। কোথাও এর কোনো উত্তর পাচ্ছি না। আমরা নির্বাচন করতে চাই।'
শরীয়তপুরে প্রার্থীদের স্বাক্ষর জাল করে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠেছে। প্রত্যাহার হওয়া প্রার্থীদের অভিযোগ, নিজেরা স্বাক্ষর না দিলেও ফরমে স্বাক্ষর জাল করে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক নিতে এসে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানতে পারেন অনেক সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো সমাধান পাননি বলেও অভিযোগ ভুক্তভোগীদের। পছন্দমতো চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ক্ষুব্ধ মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।
সম্প্রতি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রার্থীদের কথা-কাটাকাটির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মনোনয়ন প্রত্যাহার হওয়া এক প্রার্থীর উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা বলছেন, 'এমপি স্যারের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না। সবাই সিলেকশনে হবে, এই কথা এমপি মহোদয় বলেছেন।'
বিষয়টি নিয়ে প্রতিবেদকের কথা হয় চিতলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, `কেন বা কোন কথার প্রসঙ্গে এমপি সাহেবের কথা বলেছি তা আমার মনে নেই। তবে এ ধরনের কথা আমার বলার কথা নয়।'
চিতলিয়া ইউনিয়নে বাকি প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। নিয়ম মেনেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রার্থীরা। স্বাক্ষর জাল করার বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে আপিল বা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এ ধরনের কোনো নির্দেশনা দেননি। স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের নেতা সব সময় আন্তরিক।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আবার চিতলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানসহ বাকি ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাই এই ইউনিয়নে প্রতিটি পদের বিপরীতে মাত্র ১ জন করে প্রার্থী থাকায় তাঁদের প্রত্যেককেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া ১ নং ওয়ার্ডে আব্দুল হাই মৃধা, ২ নং ওয়ার্ডে মো. ছলেমান হাওলাদার, ৩ নং ওয়ার্ডে মো. নান্নু মাল, ৪ নং ওয়ার্ডে মো. ফারুক মুন্সী, ৫ নং ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে ধীরেন হাওলাদার, ৭ নং গওয়ার্ডে মো. ছালাম তালুকদার, ৮ নং ওয়ার্ডে অলিলুর রহমান সরদার, ৯ নং ওয়ার্ডে এস আজিজুল হক নির্বাচিত হতে যাচ্ছেন। ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোয়ারা বেগম। ৪, ৫ ও ৬ নম্বরে রাজিয়া বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বরে সংরক্ষিত নারী সদস্যপদে নীলুফার ইয়াসমীন নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহার হওয়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. খোকন ফরাজী বলেন, 'মনোনয়ন প্রত্যাহারের দিন আমি শহরেই আসিনি। কাল বুধবার প্রতীক নিতে এসে শুনি আমার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। অথচ আমি জানি না। আমার কোনো স্বাক্ষর ছাড়াই কীভাবে আমার মনোনয়ন প্রত্যাহার করা হলো বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কোনো উত্তর না দিয়ে আমাকে অপেক্ষা করতে বলেন।'
সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া ফুলমালা বেগমের স্বামী জানান, 'আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করিনি। তারা জোর করে অবৈধভাবে কাজটি করেছে। কোথাও এর কোনো উত্তর পাচ্ছি না। আমরা নির্বাচন করতে চাই।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫