শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতু নিয়ে অপপ্রচার করার অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক। হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে।
মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন। এই দিনই সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাজিরা থানার এজাহার সূত্র জানা গেছে, হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা দেখতে পান সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলাল উদ্দিন টিকটক ভিডিও বানাচ্ছেন। তখন সেনাসদস্যরা তাঁকে আটক করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন। পরে ফোনে পদ্মা সেতু নিয়ে নানা নেতিবাচক প্রচারণার টিকটক ভিডিও পাওয়া যায়। সেনাসদস্যরা তখন তাঁকে জাজিরায় নিয়ে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা দিয়ে মঙ্গলবার হেলাল উদ্দিনকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পরে মঙ্গলবার জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ দিনই সন্ধ্যায় তাঁকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়। বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের শ্রমিক। প্রতিনিয়ত তিনি পদ্মা সেতু নিয়ে নানা ধরনের নেতিবাচক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পদ্মা সেতু নিয়ে অপপ্রচার করার অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক। হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে।
মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন। এই দিনই সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাজিরা থানার এজাহার সূত্র জানা গেছে, হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা দেখতে পান সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলাল উদ্দিন টিকটক ভিডিও বানাচ্ছেন। তখন সেনাসদস্যরা তাঁকে আটক করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন। পরে ফোনে পদ্মা সেতু নিয়ে নানা নেতিবাচক প্রচারণার টিকটক ভিডিও পাওয়া যায়। সেনাসদস্যরা তখন তাঁকে জাজিরায় নিয়ে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা দিয়ে মঙ্গলবার হেলাল উদ্দিনকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পরে মঙ্গলবার জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ দিনই সন্ধ্যায় তাঁকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়। বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের শ্রমিক। প্রতিনিয়ত তিনি পদ্মা সেতু নিয়ে নানা ধরনের নেতিবাচক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে