পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাটের বেহাল দশা। দূরদূূরান্ত থেকে কোনো ক্রেতা-বিক্রেতা এখন আর গরু-ছাগল কিনতে বাজারে আসেন না। বাজারের অব্যবস্থপনার কারণে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। সরকার প্রতিবছর এই বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করে। তার পরেও বাজারের কোনো উন্নয়ন হয় না। ব্রিটিশ আমলে গড়ে ওঠা গরু-ছাগলের হাটটি এখন প্রায় ধ্বংসের পথে। বাজারে নেই কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা। নেই কোনো সরকারি টয়লেট। রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। হাটটি প্রাচীনতম হলেও অনুন্নত হওয়ার কারণে এই সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে অনেক গরু ছাগলের হাট গড়ে উঠেছে। যে বাজার থেকে সরকার পায় না কোনো রাজস্ব।
এ বিষয়ে পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, হাটটি রাস্তাসংলগ্ন না হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের পরিবহনব্যবস্থা ব্যাহত হয়। উপজেলার অনেক হাটে সরকারিভাবে রাজস্ব নির্ধারণ না থাকার কারণে অনেক কমে গরু-ছাগলের পাস দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, বাজারে অতিরিক্ত খাজনা আদায়, ক্রেতা-বিক্রেতাদের প্রতি ইজারাদারদের জোর-জুলুমের কারণে পশুর হাটটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাজারটি পুনরুদ্ধার করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা, ইজারাদারদের ও ক্রেতা-বিক্রেতাদের প্রতি মনোভাবের পরিবর্তন আনলে বাজারটি আবারও ফিরিয়ে আনা সম্ভব।
পাটকেলঘাটা হাটবাজার ইজারা কমিটির প্রধান ও জাতীয় পার্টির নেতা এস এম আলাউদ্দিন বলেন, ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী পশুর হাটটি রক্ষা করতে আমরা সর্বনিম্ন ১৫০ টাকা পাস নির্ধারণ করেছি। সাতক্ষীরা জেলার কোনো পশুর হাটে এত নিম্ন রেটে পাস নেই।
এদিকে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে মাইকিংও করা হচ্ছে। পাটকেলঘাটা বাজারে এ বছর ১৮ লাখ ৫০ হাজার টাকা সরকারিভাবে ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে তালায় অনিবন্ধিত আটটি পশুর হাট গড়ে উঠেছে, যেখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না। যে কারণে তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে পাটকেলঘাটার পশুর হাটটি টিকে থাকতে ব্যর্থ হচ্ছে। সরকার এসব ব্যাপারে সিদ্ধান্ত না নিলে পশুর হাটটি একদিন আর থাকবে না। আর সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাট পরিদর্শন করে উন্নয়নের ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন।
পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নিজামউদ্দীন ভূঁইয়া বলেন, আধুনিক বাজার ব্যবস্থাপনা ও মেইন সড়ক থেকে বাজারটি দুরে থাকায় বাজারে ক্রেতাসাধারণ কমে যাচ্ছে। যে কারণে গরু-ছাগলের হাটটি আর জাঁকজমকপূর্ণ হচ্ছে না।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সরকার পর্যায়ক্রমে পাটকেলঘাটা বাজারের ড্রেনেজসহ রাস্তাঘাটের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন চলমান রয়েছে।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাটের বেহাল দশা। দূরদূূরান্ত থেকে কোনো ক্রেতা-বিক্রেতা এখন আর গরু-ছাগল কিনতে বাজারে আসেন না। বাজারের অব্যবস্থপনার কারণে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। সরকার প্রতিবছর এই বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করে। তার পরেও বাজারের কোনো উন্নয়ন হয় না। ব্রিটিশ আমলে গড়ে ওঠা গরু-ছাগলের হাটটি এখন প্রায় ধ্বংসের পথে। বাজারে নেই কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা। নেই কোনো সরকারি টয়লেট। রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। হাটটি প্রাচীনতম হলেও অনুন্নত হওয়ার কারণে এই সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে অনেক গরু ছাগলের হাট গড়ে উঠেছে। যে বাজার থেকে সরকার পায় না কোনো রাজস্ব।
এ বিষয়ে পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, হাটটি রাস্তাসংলগ্ন না হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের পরিবহনব্যবস্থা ব্যাহত হয়। উপজেলার অনেক হাটে সরকারিভাবে রাজস্ব নির্ধারণ না থাকার কারণে অনেক কমে গরু-ছাগলের পাস দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, বাজারে অতিরিক্ত খাজনা আদায়, ক্রেতা-বিক্রেতাদের প্রতি ইজারাদারদের জোর-জুলুমের কারণে পশুর হাটটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাজারটি পুনরুদ্ধার করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা, ইজারাদারদের ও ক্রেতা-বিক্রেতাদের প্রতি মনোভাবের পরিবর্তন আনলে বাজারটি আবারও ফিরিয়ে আনা সম্ভব।
পাটকেলঘাটা হাটবাজার ইজারা কমিটির প্রধান ও জাতীয় পার্টির নেতা এস এম আলাউদ্দিন বলেন, ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী পশুর হাটটি রক্ষা করতে আমরা সর্বনিম্ন ১৫০ টাকা পাস নির্ধারণ করেছি। সাতক্ষীরা জেলার কোনো পশুর হাটে এত নিম্ন রেটে পাস নেই।
এদিকে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে মাইকিংও করা হচ্ছে। পাটকেলঘাটা বাজারে এ বছর ১৮ লাখ ৫০ হাজার টাকা সরকারিভাবে ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে তালায় অনিবন্ধিত আটটি পশুর হাট গড়ে উঠেছে, যেখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না। যে কারণে তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে পাটকেলঘাটার পশুর হাটটি টিকে থাকতে ব্যর্থ হচ্ছে। সরকার এসব ব্যাপারে সিদ্ধান্ত না নিলে পশুর হাটটি একদিন আর থাকবে না। আর সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাট পরিদর্শন করে উন্নয়নের ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন।
পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নিজামউদ্দীন ভূঁইয়া বলেন, আধুনিক বাজার ব্যবস্থাপনা ও মেইন সড়ক থেকে বাজারটি দুরে থাকায় বাজারে ক্রেতাসাধারণ কমে যাচ্ছে। যে কারণে গরু-ছাগলের হাটটি আর জাঁকজমকপূর্ণ হচ্ছে না।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সরকার পর্যায়ক্রমে পাটকেলঘাটা বাজারের ড্রেনেজসহ রাস্তাঘাটের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন চলমান রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫