Ajker Patrika

সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশী আটক

প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৭: ০১
সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার মাদ্রা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে তিন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন।

আজ শুক্রবার সকালে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় তাঁদেরকে আটক করা হয়।

আটক বাংলাদেশীরা হলেন ঢাকার নবাবগঞ্জ থানার বকসীনগর এলাকার নারায়ণ সরকারের ছেলে মানিক সরকার (৩২), সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের জিয়ারুল সরদারের ছেলে আতিকুর রহমান রাসেল (২০) ও যশোর জেলার অভয়নগর থানার ইছামতী গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে সুবর্ণ বিশ্বাস (৩০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আল মাহমুদ জানান, মাদ্রা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন তাঁরা। মাদ্রা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামাল এ সময় তাঁদের আটক করেন। পরে মামলা দিয়ে তাঁদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে এদেশে অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও জানান আল মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত