তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভিডব্লিউভি (চাল) কার্ডের উপকারভোগী তালিকায় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামের স্ত্রীসহ ধনী ও আত্মীয়স্বজনের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে তালা উপজেলা নাগরিক কমিটি।
বুধবার (১৮ জুন) অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও শেখ মো. রাসেল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেদিন ৮২ জনের সাক্ষাৎকার নেওয়া হলেও ৯ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে মাত্র ৪২ জনকে ভাতা প্রদানের কথা ছিল।
সরকারি পরিপত্র অনুযায়ী, কোনো চাকরিজীবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী, দুটির বেশি সন্তানের মা কিংবা ধনী পরিবারের কেউ এই ভাতার আওতায় আসতে পারেন না। কিন্তু অভিযোগ রয়েছে, এসব নীতিমালা উপেক্ষা করে ইউপি সদস্য মফিজুল ইসলাম তাঁর স্ত্রী জুলিয়া খাতুনসহ ধনী ও চলমান ভাতাভোগীদের তালিকাভুক্ত করেন। অভিযোগে আরও বলা হয়, ৪২ নম্বর ক্রমিক নম্বরে জুলিয়া খাতুন ছাড়াও ১১৬ নম্বরে পপি খাতুন, ৭৭ নম্বরে লিপিয়া খাতুন, ৮৮ নম্বরে সুরাইয়া বেগম, ৩ নম্বরে তহমিনা বেগম, ৭২ নম্বরে আসমা খাতুন, ৫৮ নম্বরে ইয়াসমিন, ১১১ নম্বরে ফাতেমা খাতুন, ৬১ নম্বরে ইতি খাতুন, ১১৩ নম্বরে জান্নাতুল খাতুন এবং ১০ নম্বরে বৃষ্টি খাতুনের নাম রয়েছে, যাঁদের অধিকাংশেরই পাকা বাড়ি রয়েছে এবং আগে থেকেই কোনো না কোনো ভাতা চালু রয়েছে।
উপজেলা নাগরিক কমিটির সহসভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ‘আমি যাচাই-বাছাইয়ের সময় নিজে উপস্থিত ছিলাম। তবে আমরা চলে আসার পর ইউপি সদস্যরা যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে তালিকায় পরিবর্তন এনেছেন। এটি সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন। তাই আমি ইউএনও বরাবর অভিযোগ করেছি।’
এ বিষয়ে ইউপি সদস্য মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অপারগতা জানান এবং সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘ইউএনও মহোদয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভিডব্লিউভি (চাল) কার্ডের উপকারভোগী তালিকায় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামের স্ত্রীসহ ধনী ও আত্মীয়স্বজনের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে তালা উপজেলা নাগরিক কমিটি।
বুধবার (১৮ জুন) অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও শেখ মো. রাসেল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেদিন ৮২ জনের সাক্ষাৎকার নেওয়া হলেও ৯ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে মাত্র ৪২ জনকে ভাতা প্রদানের কথা ছিল।
সরকারি পরিপত্র অনুযায়ী, কোনো চাকরিজীবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী, দুটির বেশি সন্তানের মা কিংবা ধনী পরিবারের কেউ এই ভাতার আওতায় আসতে পারেন না। কিন্তু অভিযোগ রয়েছে, এসব নীতিমালা উপেক্ষা করে ইউপি সদস্য মফিজুল ইসলাম তাঁর স্ত্রী জুলিয়া খাতুনসহ ধনী ও চলমান ভাতাভোগীদের তালিকাভুক্ত করেন। অভিযোগে আরও বলা হয়, ৪২ নম্বর ক্রমিক নম্বরে জুলিয়া খাতুন ছাড়াও ১১৬ নম্বরে পপি খাতুন, ৭৭ নম্বরে লিপিয়া খাতুন, ৮৮ নম্বরে সুরাইয়া বেগম, ৩ নম্বরে তহমিনা বেগম, ৭২ নম্বরে আসমা খাতুন, ৫৮ নম্বরে ইয়াসমিন, ১১১ নম্বরে ফাতেমা খাতুন, ৬১ নম্বরে ইতি খাতুন, ১১৩ নম্বরে জান্নাতুল খাতুন এবং ১০ নম্বরে বৃষ্টি খাতুনের নাম রয়েছে, যাঁদের অধিকাংশেরই পাকা বাড়ি রয়েছে এবং আগে থেকেই কোনো না কোনো ভাতা চালু রয়েছে।
উপজেলা নাগরিক কমিটির সহসভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ‘আমি যাচাই-বাছাইয়ের সময় নিজে উপস্থিত ছিলাম। তবে আমরা চলে আসার পর ইউপি সদস্যরা যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে তালিকায় পরিবর্তন এনেছেন। এটি সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন। তাই আমি ইউএনও বরাবর অভিযোগ করেছি।’
এ বিষয়ে ইউপি সদস্য মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অপারগতা জানান এবং সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘ইউএনও মহোদয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে