কুড়িগ্রাম প্রতিনিধি
‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’
জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার একটি ভিডিও ক্লিপ গতকাল মঙ্গলবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে আনিছুর রহমান বলেন, ‘রাগের মাথায় ওভাবে বলেছি। বিষয়টি সমাধান হওয়ার পরও ওই যুবক গোপনে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’ এ জন্য জামায়াতের কাছে দুঃখপ্রকাশ করতেও রাজি আছেন বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা।
হুমকি দেওয়া হয়েছিল শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুবেল মিয়াকে। তিনি ফেডারেশনের উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক পদে রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
ভিডিওতে বিএনপি নেতা আনিছুর রহমানকে আরও বলতে শোনা যায়, ‘আমি থানা যায়া ওখানে বসি এজাহার লিখবো, উয়াক (জামায়াত নেতা রুবেল) অ্যারেস্ট করি দিয়া তারপর আমি আসবো।’
হুমকির বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়া বলেন, ‘২১ এপ্রিল উপজেলা ভূমি অফিসে আমাদের দুজন কর্মীকে মারপিঠ করে বিএনপির নেতা-কর্মীরা। আমি এর প্রতিবাদে ‘এক স্বৈরাচারের বিদায় হয়েছে, নব্য স্বৈরাচারের সূচনা হওয়ার উপক্রম’ এমন একটি লেখা ফেসবুকে পোস্ট দিই। এ ছাড়া গতকাল (২৯ এপ্রিল) স্থানীয় চান্দামারি উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে অভিভাবক সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে স্থানীয় ব্যক্তি অ্যাডভোকেট আহমদ আলী (উপজেলা জামায়াতের সেক্রেটারি) ভাইকে সভাপতি করার সুপারিশ করা হয়। কিন্তু বিএনপির লোকজন উপজেলা থেকে শোডাউন করে স্কুলে এসে ওই নাম কেটে দেয়। ওনারা ওনাদের প্রার্থীদের নাম দিয়ে চলে যায়। আমি এর প্রতিবাদ করি। এই দুই ঘটনায় তারা আমাকে বিকালে তুলে থানা মোড়ে একটি মেডিসিনের দোকানে নিয়ে অমন বাজে আচরণ করে। চর-থাপ্পড় মারে। প্রাণনাশের হুমকি দেয়। জামায়াতকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়।’
রুবেল আরও বলেন, ‘বিষয়টি আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি। নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী বলেন, ‘অন্য সবার মতো আপনারাও ভিডিওটি দেখেছেন। এটা আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আমরা বিষয়টি আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি। থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপি নেতা আনিছুরের নেতৃত্বে দখল-বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য এবং স্কুল-কলেজগুলোতে কমিটি-বাণিজ্য শুরু হয়েছে। এটার নিরসন হওয়া প্রয়োজন।’
অভিযুক্ত বিএনপির নেতা আনিছুর রহমান বলেন, ‘রুবেল মিয়া আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়। এতে আমার সম্মানহানি হয়েছে। বিষয়টির জন্য তাকে ডেকে নিয়ে বলেছি। এ সময় রাগের মাথায় ওভাবে বলেছিলাম। কিন্তু সে সেটা গোপনে ভিডিও করেছে, তা বুঝিনি। তাকে থানায় নিয়ে যেতে চাইলে সে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরে তার সাথে ফয়সালা হয়েছে। সবাই একসাথে চা খেয়েছি। কিন্তু সে সেসব ভিডিও না দিয়ে আংশিক ভিডিও ছেড়েছে। এটা ঠিক করেনি। আমাদেরও তো সম্মান আছে।’
বিএনপির দায়িত্বশীল পদে থেকে এভাবে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে আনিছুর বলেন, ‘রাগে ওভাবে বলেছি। এ জন্য প্রয়োজনে জামায়াতের কাছে দুঃখপ্রকাশ করব।’
‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’
জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার একটি ভিডিও ক্লিপ গতকাল মঙ্গলবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে আনিছুর রহমান বলেন, ‘রাগের মাথায় ওভাবে বলেছি। বিষয়টি সমাধান হওয়ার পরও ওই যুবক গোপনে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’ এ জন্য জামায়াতের কাছে দুঃখপ্রকাশ করতেও রাজি আছেন বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা।
হুমকি দেওয়া হয়েছিল শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুবেল মিয়াকে। তিনি ফেডারেশনের উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক পদে রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
ভিডিওতে বিএনপি নেতা আনিছুর রহমানকে আরও বলতে শোনা যায়, ‘আমি থানা যায়া ওখানে বসি এজাহার লিখবো, উয়াক (জামায়াত নেতা রুবেল) অ্যারেস্ট করি দিয়া তারপর আমি আসবো।’
হুমকির বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়া বলেন, ‘২১ এপ্রিল উপজেলা ভূমি অফিসে আমাদের দুজন কর্মীকে মারপিঠ করে বিএনপির নেতা-কর্মীরা। আমি এর প্রতিবাদে ‘এক স্বৈরাচারের বিদায় হয়েছে, নব্য স্বৈরাচারের সূচনা হওয়ার উপক্রম’ এমন একটি লেখা ফেসবুকে পোস্ট দিই। এ ছাড়া গতকাল (২৯ এপ্রিল) স্থানীয় চান্দামারি উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে অভিভাবক সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে স্থানীয় ব্যক্তি অ্যাডভোকেট আহমদ আলী (উপজেলা জামায়াতের সেক্রেটারি) ভাইকে সভাপতি করার সুপারিশ করা হয়। কিন্তু বিএনপির লোকজন উপজেলা থেকে শোডাউন করে স্কুলে এসে ওই নাম কেটে দেয়। ওনারা ওনাদের প্রার্থীদের নাম দিয়ে চলে যায়। আমি এর প্রতিবাদ করি। এই দুই ঘটনায় তারা আমাকে বিকালে তুলে থানা মোড়ে একটি মেডিসিনের দোকানে নিয়ে অমন বাজে আচরণ করে। চর-থাপ্পড় মারে। প্রাণনাশের হুমকি দেয়। জামায়াতকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়।’
রুবেল আরও বলেন, ‘বিষয়টি আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি। নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী বলেন, ‘অন্য সবার মতো আপনারাও ভিডিওটি দেখেছেন। এটা আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আমরা বিষয়টি আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি। থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপি নেতা আনিছুরের নেতৃত্বে দখল-বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য এবং স্কুল-কলেজগুলোতে কমিটি-বাণিজ্য শুরু হয়েছে। এটার নিরসন হওয়া প্রয়োজন।’
অভিযুক্ত বিএনপির নেতা আনিছুর রহমান বলেন, ‘রুবেল মিয়া আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়। এতে আমার সম্মানহানি হয়েছে। বিষয়টির জন্য তাকে ডেকে নিয়ে বলেছি। এ সময় রাগের মাথায় ওভাবে বলেছিলাম। কিন্তু সে সেটা গোপনে ভিডিও করেছে, তা বুঝিনি। তাকে থানায় নিয়ে যেতে চাইলে সে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরে তার সাথে ফয়সালা হয়েছে। সবাই একসাথে চা খেয়েছি। কিন্তু সে সেসব ভিডিও না দিয়ে আংশিক ভিডিও ছেড়েছে। এটা ঠিক করেনি। আমাদেরও তো সম্মান আছে।’
বিএনপির দায়িত্বশীল পদে থেকে এভাবে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে আনিছুর বলেন, ‘রাগে ওভাবে বলেছি। এ জন্য প্রয়োজনে জামায়াতের কাছে দুঃখপ্রকাশ করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে