Ajker Patrika

মিঠাপুকুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২১ জুন ২০২২, ১২: ১৫
মিঠাপুকুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম ও ইমনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

উপজেলার তীলকপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নিহত শফিকুল ইসলাম ও তার বন্ধু ইমন। 

পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর-মধ্যপাড়া আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা মোটরসাইকেল নিয়ে শাল্টিরহাট থেকে আঞ্চলিক মহাসড়ক হয়ে বাড়িতে যাচ্ছিল। 

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকের চাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক ও ট্রাকের অনুসন্ধানে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত