রংপুর প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক–শিক্ষার্থীসহ ৮১ জনের নামে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এ ব্যাপারে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।’
শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গেজেট অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। এটা স্পষ্ট আছে। এত দিন ধরে কীভাবে হলো, কেন হলো তা অনুসন্ধান করা হবে। এখনো যদি কেউ রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে থাকে, আমরা তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
মামলার বিষয়ে ড. শওকত আলী বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই–আগস্ট ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনের আলোকে এ হত্যাকাণ্ডে লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদ মণ্ডল ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, সাতজন কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাদের বিরুদ্ধে মামলা রুজু করা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা অতি শিগগিরই আদালতে মামলা রুজু করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেজিস্ট্রারের মাধ্যমে মামলা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করি, আবু সাঈদ হত্যা মামলায় আমরা ন্যায় বিচার পাব।’
গণ-অভ্যুত্থানের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘যে সকল শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত তাদের ছুটি মঞ্জুর না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। কর্মস্থলে ছুটি ছাড়া অনুপস্থিত থাকার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তন ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে।’
অপরদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে গণ স্বাক্ষর করেছিলাম। আজ রাজনীতি বন্ধ ঘোষণা করলেন উপাচার্য স্যার। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় পাওয়ায়। আমরা চাই, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে যেন কখনো আর লেজুড়বৃত্তির রাজনীতি ফিরে না আসে।’
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জীম আক্তার বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি বিষয় হয়ে থাকবে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। ক্যাম্পাসের এই সন্ত্রাস রাজনীতি বন্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ হলো আজ। আমরা খুব খুশি।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক–শিক্ষার্থীসহ ৮১ জনের নামে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এ ব্যাপারে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।’
শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গেজেট অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। এটা স্পষ্ট আছে। এত দিন ধরে কীভাবে হলো, কেন হলো তা অনুসন্ধান করা হবে। এখনো যদি কেউ রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে থাকে, আমরা তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
মামলার বিষয়ে ড. শওকত আলী বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই–আগস্ট ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনের আলোকে এ হত্যাকাণ্ডে লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদ মণ্ডল ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, সাতজন কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাদের বিরুদ্ধে মামলা রুজু করা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা অতি শিগগিরই আদালতে মামলা রুজু করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেজিস্ট্রারের মাধ্যমে মামলা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করি, আবু সাঈদ হত্যা মামলায় আমরা ন্যায় বিচার পাব।’
গণ-অভ্যুত্থানের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘যে সকল শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত তাদের ছুটি মঞ্জুর না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। কর্মস্থলে ছুটি ছাড়া অনুপস্থিত থাকার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তন ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে।’
অপরদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে গণ স্বাক্ষর করেছিলাম। আজ রাজনীতি বন্ধ ঘোষণা করলেন উপাচার্য স্যার। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় পাওয়ায়। আমরা চাই, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে যেন কখনো আর লেজুড়বৃত্তির রাজনীতি ফিরে না আসে।’
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জীম আক্তার বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি বিষয় হয়ে থাকবে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। ক্যাম্পাসের এই সন্ত্রাস রাজনীতি বন্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ হলো আজ। আমরা খুব খুশি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে