গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও পুলিশের বাধা মুখে পড়েছেন পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা। গাড়ি ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন তিনি। পরে পুলিশের প্রহরায় গঙ্গাচড়া বাজারের বাইরের এলাকায় জনসংযোগ করেন।
হামলার শিকার শাহারিয়ার আসিফ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা এবং জাতীয় যুবসংহতির//// কেন্দ্রীয় কমিটির সভাপতি।
আসিফ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আমি আমার লোকজনকে সঙ্গে নিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। গঙ্গাচড়া বাজার দিয়ে মন্থনা বাজারে ঢুকতে গেলে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে রাস্তায় বালুর ট্রাক রেখে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলে গঙ্গাচড়া বাইপাস দিয়ে মন্থনা বাজার যাওয়ার সময় ভুটকা চারমাথা এলাকায় এমপি রাঙ্গার লোকজন আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। আমার গাড়ির সামনে এসে আমাকে লাঞ্ছিত করে এবং আমার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার চেষ্টা করে। এতে আমার লোকজন কিছু আহত হয়। আমার সঙ্গে থাকা তিনটি মাইক্রোবাস ভাঙচুর করে তারা।’
তবে আসিফের গাড়িবহরে নিজের কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আসিফ আজ গঙ্গাচড়ার মানুষের সঙ্গে দেখা করতে যাবেন, এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির কোনো নেতা বা কর্মী কেউই জানেন না। গঙ্গাচড়ায় যেতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসনও তাঁকে বাধা দেয়। পুলিশ প্রশাসনের কথা না মেনে জোর করে এলাকায় ঢুকতে চাইলে কে বা কারা তাঁর ওপর হামলা করেছে সেটা আমার জানা নেই। তিনি গঙ্গাচড়ায় যাবেন সেটি যদি আমাকে বলতেন, তাহলে আমি নিজেই তাঁকে ঘুরে নিয়ে আসতাম। এটা আমার ওপর মিথ্যা দায় চাপাচ্ছেন আসিফ।’
আসিফকে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘আমাদের বাধা দেওয়ার একমাত্র কারণ যাতে দুপক্ষের মাঝে কোনো প্রকার ঝামেলা না হয়। এ জন্য আমরা আসিফ সাহেবকে গঙ্গাচড়া না ঢুকে গঙ্গাচড়ার বাই সাইটগুলোতে জনসংযোগ করতে বলি। তবে কে বা কারা তাঁদের গাড়ির ওপর এবং তাঁদের ওপর হামলা করে জানি না। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও পুলিশের বাধা মুখে পড়েছেন পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা। গাড়ি ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন তিনি। পরে পুলিশের প্রহরায় গঙ্গাচড়া বাজারের বাইরের এলাকায় জনসংযোগ করেন।
হামলার শিকার শাহারিয়ার আসিফ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা এবং জাতীয় যুবসংহতির//// কেন্দ্রীয় কমিটির সভাপতি।
আসিফ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আমি আমার লোকজনকে সঙ্গে নিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। গঙ্গাচড়া বাজার দিয়ে মন্থনা বাজারে ঢুকতে গেলে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে রাস্তায় বালুর ট্রাক রেখে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলে গঙ্গাচড়া বাইপাস দিয়ে মন্থনা বাজার যাওয়ার সময় ভুটকা চারমাথা এলাকায় এমপি রাঙ্গার লোকজন আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। আমার গাড়ির সামনে এসে আমাকে লাঞ্ছিত করে এবং আমার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার চেষ্টা করে। এতে আমার লোকজন কিছু আহত হয়। আমার সঙ্গে থাকা তিনটি মাইক্রোবাস ভাঙচুর করে তারা।’
তবে আসিফের গাড়িবহরে নিজের কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আসিফ আজ গঙ্গাচড়ার মানুষের সঙ্গে দেখা করতে যাবেন, এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির কোনো নেতা বা কর্মী কেউই জানেন না। গঙ্গাচড়ায় যেতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসনও তাঁকে বাধা দেয়। পুলিশ প্রশাসনের কথা না মেনে জোর করে এলাকায় ঢুকতে চাইলে কে বা কারা তাঁর ওপর হামলা করেছে সেটা আমার জানা নেই। তিনি গঙ্গাচড়ায় যাবেন সেটি যদি আমাকে বলতেন, তাহলে আমি নিজেই তাঁকে ঘুরে নিয়ে আসতাম। এটা আমার ওপর মিথ্যা দায় চাপাচ্ছেন আসিফ।’
আসিফকে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘আমাদের বাধা দেওয়ার একমাত্র কারণ যাতে দুপক্ষের মাঝে কোনো প্রকার ঝামেলা না হয়। এ জন্য আমরা আসিফ সাহেবকে গঙ্গাচড়া না ঢুকে গঙ্গাচড়ার বাই সাইটগুলোতে জনসংযোগ করতে বলি। তবে কে বা কারা তাঁদের গাড়ির ওপর এবং তাঁদের ওপর হামলা করে জানি না। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫