কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।
মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।
সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।
মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।
সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে