রংপুর প্রতিনিধি
স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে রংপুর আদালতে আসেন আনারুল ইসলাম। রোদ-বৃষ্টিতে পুড়ে হাঁড়ভাঙা শ্রমের টাকায় কেনা জমি উদ্ধারের মামলার শুনানিতে আসেন তিনি। স্বপ্নে বুক বেঁধে ছিলেন জমি ফিরে পাবেন তিনি। কিন্তু শুনানিতে অংশ নেওয়া হয়নি তাঁর। আদালতের নিচে রাখা জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে হাউমাউ করে কাঁদছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। আনারুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামে। চার সদস্যের সংসার তাঁর একার আয়ে চলে। রিকশাটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েন আনারুল। স্ত্রীর চোখে তখন বিস্ময়, আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। আনারুল মিয়া তখন হাউমাউ করে কাঁদছেন আদালত প্রাঙ্গণে। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কিছু মানুষ।
আনারুল বলেন, ‘সাত বছর আগোত অনেক কষ্ট করি ১১ শতক জমি কিনছি। তাক দখল করছে মিলন। গ্রাম বিচার দিয়া অনেক চেষ্টা করিও জমি উদ্ধার করির পাই নাই। হামাক মারধর করি হাসপাতালত পাঠাইছিল। ওই জন্যে গরু বেঁচে আদালতো মামলা সাজাছি। আজ শুনানি কিন্তু তিনতলাত উঠি দেখি হামার ভ্যানখান নাই। শুনানিত আর যাবার পাই নাই। ৮০ হাজার টাকা দিয়া এনজিও থাকি ঋণ নিয়া ভ্যান কিনছি। আদালতোত মোর ভ্যান চুরি হইল, এখন খামো কী, কিস্তি দিমো কী দিয়া।’
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়া আনারুলের স্ত্রী আরেফা বেগম বলেন, ‘ভ্যানটা নিচে থুইয়া তিনতলায় গেছি। ১৫-২০ মিনিট পর দেখি ভ্যান নাই। ওই ভ্যানখানে হামার সম্বল। যেকোনো প্রকারে হামাক ভ্যানখান বের করি দেন। ভ্যান না পাইলে কী করি খামো।’
আনারুল ইসলাম জানান, সহায় সম্বল বলতে বসতভিটা ও ১৩ শতক আবাদি জমি তাঁর। বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ১৩ শতক জমি বন্ধক দেন তিনি। ২০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্টে ২০১৯ সালে একই এলাকার আফাজ, দুলাল ও আপজালের কাছে বাড়ির পাশে ১১ শতক জমি কিনেন তিনি। কিন্তু সেই জমি দখল করে নেন মিলন নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও তিনি জমি উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ। সকাল ৯টায় স্ত্রীকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে আদালতে আসেন তিনি। নিচে রিকশাটি রেখে তৃতীয় তলায় ওঠেন। ওপর থেকে কিছুক্ষণ পর দেখেন নিচে রাখা ভ্যানটি নেই।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালত চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্যান উদ্ধারে কাজ চলছে।
স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে রংপুর আদালতে আসেন আনারুল ইসলাম। রোদ-বৃষ্টিতে পুড়ে হাঁড়ভাঙা শ্রমের টাকায় কেনা জমি উদ্ধারের মামলার শুনানিতে আসেন তিনি। স্বপ্নে বুক বেঁধে ছিলেন জমি ফিরে পাবেন তিনি। কিন্তু শুনানিতে অংশ নেওয়া হয়নি তাঁর। আদালতের নিচে রাখা জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে হাউমাউ করে কাঁদছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। আনারুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামে। চার সদস্যের সংসার তাঁর একার আয়ে চলে। রিকশাটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েন আনারুল। স্ত্রীর চোখে তখন বিস্ময়, আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। আনারুল মিয়া তখন হাউমাউ করে কাঁদছেন আদালত প্রাঙ্গণে। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কিছু মানুষ।
আনারুল বলেন, ‘সাত বছর আগোত অনেক কষ্ট করি ১১ শতক জমি কিনছি। তাক দখল করছে মিলন। গ্রাম বিচার দিয়া অনেক চেষ্টা করিও জমি উদ্ধার করির পাই নাই। হামাক মারধর করি হাসপাতালত পাঠাইছিল। ওই জন্যে গরু বেঁচে আদালতো মামলা সাজাছি। আজ শুনানি কিন্তু তিনতলাত উঠি দেখি হামার ভ্যানখান নাই। শুনানিত আর যাবার পাই নাই। ৮০ হাজার টাকা দিয়া এনজিও থাকি ঋণ নিয়া ভ্যান কিনছি। আদালতোত মোর ভ্যান চুরি হইল, এখন খামো কী, কিস্তি দিমো কী দিয়া।’
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়া আনারুলের স্ত্রী আরেফা বেগম বলেন, ‘ভ্যানটা নিচে থুইয়া তিনতলায় গেছি। ১৫-২০ মিনিট পর দেখি ভ্যান নাই। ওই ভ্যানখানে হামার সম্বল। যেকোনো প্রকারে হামাক ভ্যানখান বের করি দেন। ভ্যান না পাইলে কী করি খামো।’
আনারুল ইসলাম জানান, সহায় সম্বল বলতে বসতভিটা ও ১৩ শতক আবাদি জমি তাঁর। বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ১৩ শতক জমি বন্ধক দেন তিনি। ২০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্টে ২০১৯ সালে একই এলাকার আফাজ, দুলাল ও আপজালের কাছে বাড়ির পাশে ১১ শতক জমি কিনেন তিনি। কিন্তু সেই জমি দখল করে নেন মিলন নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও তিনি জমি উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ। সকাল ৯টায় স্ত্রীকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে আদালতে আসেন তিনি। নিচে রিকশাটি রেখে তৃতীয় তলায় ওঠেন। ওপর থেকে কিছুক্ষণ পর দেখেন নিচে রাখা ভ্যানটি নেই।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালত চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্যান উদ্ধারে কাজ চলছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে