Ajker Patrika

রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৭৪৫

প্রতিনিধি, রংপুর 
রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৭৪৫

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় শনাক্তের হার অনুযায়ী এই সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম। আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। গত কয়েক দিনে শনাক্তের হার ৩০ শতাংশের ঘরে ছিল। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুরের ২৬৪ জন, রংপুরের ১১৬ জন, ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, নীলফামারীর ৮০ জন, কুড়িগ্রামের ৬৫ জন, পঞ্চগড়ের ৬৩ জন, গাইবান্ধার ৫১ ও লালমনিরহাটের ২০ জন রয়েছে। 

মৃতদের মধ্যে রংপুর জেলার দুজনসহ দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ের একজন করে রয়েছেন। নতুন করে মারা যাওয়া পাঁচজনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৩৭ জন, রংপুরে ১৪৪, ঠাকুরগাঁওয়ে ১৩৪, নীলফামারীতে ৫১, লালমনিরহাটে ৪৩, কুড়িগ্রামে ৩৮, পঞ্চগড়ে ৩৫ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৬ জন। 

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, লকডাউনের কারণে রাস্তায় মানুষ চলাচল সীমিত হয়েছিল। এর প্রভাবে হয়তো করোনা শনাক্তের হার কমেছে। তবে লকডাউন শিথিলের এক সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় এ সংখ্যা বেড়ে যেতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত