উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। ওই ইউপি চেয়ারম্যানকে ‘কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ’ উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্য দেন। এ সময় তিনি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন। ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের’ প্রতিবাদও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, ‘২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান। এর পর থেকে ক্ষমতা ও দলীয় প্রভাব দেখিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাৎ করে আসছেন। এ ছাড়া অন্যের বাড়ি-জমি দখলসহ সরকারি প্রকল্পের চাল বিতরণে অনিয়ম করে আসছেন। গত ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ করা ১৮ লাখ ৬২ হাজার ৩০০ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেন। এ ছাড়া খুদে শিক্ষার্থীদের ব্যাগ দেওয়ার জন্য বরাদ্দ করা ২ লাখ টাকাও আত্মসাৎ করেন।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। এমতাবস্থায় ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরে ইউপি সদস্য ও স্থানীয় জনগণের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের বিধিমোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ মে থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। পরে গত ১৭ জুন ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান নিজের বাড়িতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এতে বিএনপি নেতাদের সমাজে হেয় করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, তবকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম মণ্ডল রাজা, সদস্যসচিব এনামুল হক মানিক, যুবদল সভাপতি ফজলুর রহমান সাজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বিভিন্ন অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। বিষয়গুলো আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।’
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। ওই ইউপি চেয়ারম্যানকে ‘কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ’ উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্য দেন। এ সময় তিনি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন। ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের’ প্রতিবাদও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, ‘২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান। এর পর থেকে ক্ষমতা ও দলীয় প্রভাব দেখিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাৎ করে আসছেন। এ ছাড়া অন্যের বাড়ি-জমি দখলসহ সরকারি প্রকল্পের চাল বিতরণে অনিয়ম করে আসছেন। গত ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ করা ১৮ লাখ ৬২ হাজার ৩০০ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেন। এ ছাড়া খুদে শিক্ষার্থীদের ব্যাগ দেওয়ার জন্য বরাদ্দ করা ২ লাখ টাকাও আত্মসাৎ করেন।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। এমতাবস্থায় ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরে ইউপি সদস্য ও স্থানীয় জনগণের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের বিধিমোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ মে থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। পরে গত ১৭ জুন ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান নিজের বাড়িতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এতে বিএনপি নেতাদের সমাজে হেয় করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, তবকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম মণ্ডল রাজা, সদস্যসচিব এনামুল হক মানিক, যুবদল সভাপতি ফজলুর রহমান সাজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বিভিন্ন অভিযোগের কথা অস্বীকার করে বলেন, ‘আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। বিষয়গুলো আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে