রংপুর প্রতিনিধি
রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫