রংপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেরোবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেপ্তার করলেও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। দ্রুত আবু সাঈদ হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র–জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই, হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল। আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিয়েছে। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই।’
রংপুরের পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আবু সাঈদ হত্যাকাণ্ডের এক মাস পর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তদন্ত চলছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। অনেক নথিপত্রের কাজ এখনো শেষ হয়নি। মন্ত্রণালয়ও বিষয়টি দেখতেছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেরোবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেপ্তার করলেও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। দ্রুত আবু সাঈদ হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র–জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই, হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল। আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিয়েছে। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই।’
রংপুরের পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আবু সাঈদ হত্যাকাণ্ডের এক মাস পর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তদন্ত চলছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। অনেক নথিপত্রের কাজ এখনো শেষ হয়নি। মন্ত্রণালয়ও বিষয়টি দেখতেছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫