প্রতিনিধি
কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে খানাখন্দে সড়কে পানি জমে ঘটছে নানান দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হয়। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। তাই সংস্কারের অভাবে রাস্তাটিতে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
নাজিরদহ জামতলা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, রাস্তার কার্পেটিং উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যান। প্রতিদিনই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে।
ঠাকুরদাশ এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়কে একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। অথচ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
মেনাজবাজার গ্রামের অটোরিকশাচালক বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের সড়কে রোগী হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়।
ঠাকুরদাশ গ্রামের কৃষক আকবর আলী জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু এই খানাখন্দ রাস্তার কারণে ভ্যানচালকেরা যেতে চান না। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' সড়কসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কারের প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আগামী অর্থবছরে সড়কগুলো সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে খানাখন্দে সড়কে পানি জমে ঘটছে নানান দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হয়। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। তাই সংস্কারের অভাবে রাস্তাটিতে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
নাজিরদহ জামতলা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, রাস্তার কার্পেটিং উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যান। প্রতিদিনই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে।
ঠাকুরদাশ এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়কে একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। অথচ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
মেনাজবাজার গ্রামের অটোরিকশাচালক বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের সড়কে রোগী হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়।
ঠাকুরদাশ গ্রামের কৃষক আকবর আলী জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু এই খানাখন্দ রাস্তার কারণে ভ্যানচালকেরা যেতে চান না। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' সড়কসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কারের প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আগামী অর্থবছরে সড়কগুলো সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫