রংপুর প্রতিনিধি
থানার কক্ষে বসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর প্রত্যাহার করা হলেও থানায় বসে বহালতবিয়তে কাজ করে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। ওসিকে থানা থেকে দ্রুত প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা মানববন্ধনে জানান, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার পরেও কীভাবে থানায় দায়িত্ব পালন করছেন! তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে রুপম রহমান নামের একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘ঢাকা-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পে বালু সরবরাহ করছিলাম। ওসিকে কমিশনের টাকা না দেওয়ায় আমার গাড়ি বন্ধ করে দেওয়া হয়। পরে আমাকে ৯ হাজার টাকা ও হাতঘড়ি ছিনতাই মামলার আসামি করা হয়।’
মিঠিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আপিরুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে আদালতের বিচারাধীন মামলার তোয়াক্কা না করে সেই জমির ঘরবাড়ি উচ্ছেদ করে আমাকে গ্রেপ্তার করা হয়। এখন আমার নামে দুটি মামলা। ওসি যে দুর্নীতিবাজ মানুষ তা নিজ চোখে দেখেছি। আমরা পীরগঞ্জ থেকে ওসি জাকিরের প্রত্যাহার চাই। ঘুষকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত সাজা চাই।’
এর আগে রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় ২৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ২৩ এপ্রিল (রোববার) পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিস রুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কী কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তাঁরা বিভিন্ন মামলার আসামি। একেকজনের নামে দুই-তিনটি মামলা রয়েছে। মানববন্ধনে দাঁড়ানো অনেক নারী-পুরুষকে এক শ টাকার বিনিময়ে, কর্ম ও বাড়িঘর দেওয়ার কথা বলে ডেকে নিয়েছে। সব চক্রান্ত।’
ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ওসি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বালু ব্যবসায়ীর মধ্যে বিরোধ ছিল। তা আমি মধ্যস্থতাকারী হয়ে মিটমাট করে দিচ্ছিলাম, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এমনটি করেছে। ’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ দিয়েছি। ওই আদেশের অনুলিপি দিয়েছি পুলিশের ঊর্ধ্বতন দপ্তরেও। সেখান থেকেও আদেশ আসবে। হয়তো সেই আদেশের অপেক্ষায় আছেন ওসি।’
থানার কক্ষে বসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর প্রত্যাহার করা হলেও থানায় বসে বহালতবিয়তে কাজ করে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। ওসিকে থানা থেকে দ্রুত প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা মানববন্ধনে জানান, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার পরেও কীভাবে থানায় দায়িত্ব পালন করছেন! তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে রুপম রহমান নামের একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘ঢাকা-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পে বালু সরবরাহ করছিলাম। ওসিকে কমিশনের টাকা না দেওয়ায় আমার গাড়ি বন্ধ করে দেওয়া হয়। পরে আমাকে ৯ হাজার টাকা ও হাতঘড়ি ছিনতাই মামলার আসামি করা হয়।’
মিঠিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আপিরুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে আদালতের বিচারাধীন মামলার তোয়াক্কা না করে সেই জমির ঘরবাড়ি উচ্ছেদ করে আমাকে গ্রেপ্তার করা হয়। এখন আমার নামে দুটি মামলা। ওসি যে দুর্নীতিবাজ মানুষ তা নিজ চোখে দেখেছি। আমরা পীরগঞ্জ থেকে ওসি জাকিরের প্রত্যাহার চাই। ঘুষকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত সাজা চাই।’
এর আগে রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় ২৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ২৩ এপ্রিল (রোববার) পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিস রুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কী কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তাঁরা বিভিন্ন মামলার আসামি। একেকজনের নামে দুই-তিনটি মামলা রয়েছে। মানববন্ধনে দাঁড়ানো অনেক নারী-পুরুষকে এক শ টাকার বিনিময়ে, কর্ম ও বাড়িঘর দেওয়ার কথা বলে ডেকে নিয়েছে। সব চক্রান্ত।’
ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ওসি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বালু ব্যবসায়ীর মধ্যে বিরোধ ছিল। তা আমি মধ্যস্থতাকারী হয়ে মিটমাট করে দিচ্ছিলাম, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এমনটি করেছে। ’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ দিয়েছি। ওই আদেশের অনুলিপি দিয়েছি পুলিশের ঊর্ধ্বতন দপ্তরেও। সেখান থেকেও আদেশ আসবে। হয়তো সেই আদেশের অপেক্ষায় আছেন ওসি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫