উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গার্মেন্টস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এরপর উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক, থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান। পরে ইউএনও মো. উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে দেন।
আন্দোলনরত কারখানার অপারেটর ফরিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া পড়েছে। আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোনো মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবৎ হলো বেতন পাই না। আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে! আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।’
কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন বলেন, ‘আমরা বেতন না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই।’
এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত তাঁদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গার্মেন্টস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এরপর উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক, থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান। পরে ইউএনও মো. উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে দেন।
আন্দোলনরত কারখানার অপারেটর ফরিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া পড়েছে। আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোনো মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবৎ হলো বেতন পাই না। আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে! আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।’
কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন বলেন, ‘আমরা বেতন না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই।’
এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত তাঁদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে