Ajker Patrika

রংপুরে প্রতিভার ঘাটতি নেই, প্ল্যাটফর্মের অভাব রয়েছে: বিসিবির সভাপতি

রংপুর প্রতিনিধি
রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবি সভাপতির মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা
রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবি সভাপতির মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ঢাকায় বসে রংপুরের বাস্তবতা বোঝা সম্ভব নয়। তাই সরাসরি মাঠে এসে ফিল নেওয়ার চেষ্টা করছি। রংপুরে সম্ভাবনার অভাব নেই, প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।’ আজ শনিবার বেলা ১১টায় রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘চার দিনের ক্রিকেট, এক দিনের ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট—সব জায়গায় রংপুর চ্যাম্পিয়ন। এটা প্রমাণ করে এখানকার প্রতিভার ঘাটতি নেই, প্ল্যাটফর্মের অভাব রয়েছে।’

রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবি সভাপতির মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা
রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবি সভাপতির মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

বিসিবি এখন কেন্দ্রীয়করণ নয় বরং বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে উল্লেখ করে বিসিবির সভাপতি বলেন, রাজশাহী ও রংপুর মিলিয়ে একটি জোন গঠন করে আমরা প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট, কোচিং ও ট্যালেন্ট হান্ট চালু করব। পাশাপাশি স্থানীয় আম্পায়ার, কোচ ও প্রশাসনকে সম্পৃক্ত করে ‘রংপুর ক্রিকেট বোর্ডের’ মতো একটি কাঠামো গড়ে তোলা হবে।

স্থানীয় মাঠ ও অবকাঠামোর উন্নয়নই এখন প্রধান লক্ষ্য জানিয়ে বুলবুল বলেন, ‘একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে—যেখানে নিয়মিত খেলা হবে, মেধা বিচার করে সিলেকশন হবে, আর স্বজনপ্রীতির অবসান হবে। গত ২১ বছরে মাত্র ৩-৪ বার লিগ হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। এই ভুলগুলো যেন আর না হয়। আমাদের কাজ হবে প্রপার কোচিং, ট্রেনিং ও শিক্ষা নিশ্চিত করা।’

সবার সহযোগিতা কামনা করে বুলবুল বলেন, ‘এই উদ্যোগ সফল করতে হলে শুধু বোর্ড নয়, রংপুরবাসীসহ সবাইকে পাশে থাকতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যা বলেছি, তা করেই দেখাব ইনশা আল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নীগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত