রংপুর প্রতিনিধি
নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার চালক কামরুল হাসানের (২৩) লাশ ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। এর ১৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা ও জুয়ার টাকা পরিশোধের জন্যই অটোরিকশা ছিনতাইয়ের সময় কামরুলকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নেশা ও জুয়া খেলার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রংপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে ফাইয়াজ ওরফে ফাইনাল (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হাসান (২০) ও ফজলুর রহমানের ছেলে রাশেদ (২৫)। ঋণের টাকা জোগাড় করতে তিনজনে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ৩১ মার্চ অটোচালক কামরুল হাসান বাসায় ইফতার করে ভাড়ার খাটার জন্য অটোরিকশা নিয়ে শহরের উদ্দেশ্যে বের হন, এ সময় পরিকল্পনা অনুযায়ী তিন বন্ধু ফাইয়াজ, শাকিল ও রাশেদ বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে কামরুলকে অটোসহ দারোগার মোড়ের গাছবাগানে নিয়ে যান। গাছবাগানে কিছুক্ষণ অপেক্ষা শেষে অন্ধকার হলে কথাবার্তার একপর্যায়ে তিন বন্ধু অটোচালককে আঘাত করেন। এ সময় কামরুল পালানোর চেষ্টা করলে পা পিছলে ধানখেতে পড়ে যান। ওই খেতের পানিতেই তাঁর মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিন বন্ধু। পরে ছিনতাই করা অটোরিকশাটি নেন রাশেদ এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নেন ফাইয়াজ। অটোর ব্যাটারি বিক্রির ৩৫ হাজার টাকা তিন বন্ধু ভাগ করে নিয়ে গা ঢাকা দেন।
পুলিশের উপকমিশনার আবু মারুফ জানান, ৩১ মার্চ কামরুল হাসান নিখোঁজের ঘটনায় ১ এপ্রিল তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে পীরজাবাদ দারোগার মোড় এলাকার ধানখেত থেকে নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কামরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ১৮ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানান উপকমিশনার আবু মারুফ। তিনি বলেন, গ্রেপ্তার হওয়ায় আসামি ফাইয়াজ, শাকিল ও রাশেদ পুলিশের কাছে অটোচালককে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার চালক কামরুল হাসানের (২৩) লাশ ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। এর ১৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা ও জুয়ার টাকা পরিশোধের জন্যই অটোরিকশা ছিনতাইয়ের সময় কামরুলকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নেশা ও জুয়া খেলার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রংপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে ফাইয়াজ ওরফে ফাইনাল (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হাসান (২০) ও ফজলুর রহমানের ছেলে রাশেদ (২৫)। ঋণের টাকা জোগাড় করতে তিনজনে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ৩১ মার্চ অটোচালক কামরুল হাসান বাসায় ইফতার করে ভাড়ার খাটার জন্য অটোরিকশা নিয়ে শহরের উদ্দেশ্যে বের হন, এ সময় পরিকল্পনা অনুযায়ী তিন বন্ধু ফাইয়াজ, শাকিল ও রাশেদ বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে কামরুলকে অটোসহ দারোগার মোড়ের গাছবাগানে নিয়ে যান। গাছবাগানে কিছুক্ষণ অপেক্ষা শেষে অন্ধকার হলে কথাবার্তার একপর্যায়ে তিন বন্ধু অটোচালককে আঘাত করেন। এ সময় কামরুল পালানোর চেষ্টা করলে পা পিছলে ধানখেতে পড়ে যান। ওই খেতের পানিতেই তাঁর মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিন বন্ধু। পরে ছিনতাই করা অটোরিকশাটি নেন রাশেদ এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নেন ফাইয়াজ। অটোর ব্যাটারি বিক্রির ৩৫ হাজার টাকা তিন বন্ধু ভাগ করে নিয়ে গা ঢাকা দেন।
পুলিশের উপকমিশনার আবু মারুফ জানান, ৩১ মার্চ কামরুল হাসান নিখোঁজের ঘটনায় ১ এপ্রিল তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে পীরজাবাদ দারোগার মোড় এলাকার ধানখেত থেকে নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কামরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ১৮ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানান উপকমিশনার আবু মারুফ। তিনি বলেন, গ্রেপ্তার হওয়ায় আসামি ফাইয়াজ, শাকিল ও রাশেদ পুলিশের কাছে অটোচালককে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫