Ajker Patrika

রংপুরে করোনায় ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৫১১

প্রতিনিধি, রংপুর 
রংপুরে করোনায় ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৫১১

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫১১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে ঠাকুরগাঁও জেলার তিনজন, কুড়িগ্রামের তিনজন, নীলফামারীর দুজন, রংপুরের দুজন, পঞ্চগড় ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৮৬, দিনাজপুরের ৮৪, রংপুরের ৮৩, নীলফামারীর ৮৩, পঞ্চগড়ের ৫৬, কুড়িগ্রামের ৫৬, গাইবান্ধার ৪৩ ও লালমনিরহাটের ২০ জন রয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩ শতাংশ।

এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৬ জন, রংপুরের ১৪২, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫০, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৪ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

এ নিয়ে বিভাগে মোট ৩৪ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১০ হাজার ৭০৯ জন, রংপুরের সাত হাজার ৬২১ জন, ঠাকুরগাঁওয়ের চার হাজার ৯৪৪ জন, গাইবান্ধার দুই হাজার ৮৮১ জন, নীলফামারীর ২ হাজার ৬৪৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫১৪ জন, লালমনিরহাটের ১ হাজার ৯১১ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮০৪ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত