পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় পরিত্যক্ত বাড়িতে ডাকাতির ঘটনা সাঁজিয়ে গ্রামের নিরীহ ৬ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠছে সাইদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গ্রামের ৬টি নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শতাধিক এলাকাবাসী সাইদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। উপজেলা কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাইদুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল তাঁর প্রতিবেশী আমজাদ হোসেন, আনারুল মিয়া, মোহাব্বত আলী, বৃদ্ধ বুলু মিয়া, জুলু মিয়া ও নুরুল ইসলামের সঙ্গে।
মামলা করেও জমি দখলে নিতে না পারায় গত ২২ সেপ্টেম্বর রাতে তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে এই মর্মে থানায় মামলা করেন তিনি। মামলায় উল্লেখ করা হয়, রাতে তাঁর বাসায় ডাকাতি করে প্রায় ১৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তাঁর ওই প্রতিবেশীরা। সাইদুর রহমান জমিজমা দখলের উদ্দ্যেশ্যে তাদের বিরুদ্ধে চুরিসহ চারটি মিথ্যা মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির কোন সত্যতা না পেয়ে মামলাটি খারিজ করে দেয়।
পরে তিনি ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, পীরগাছা, রংপুরে আবেদন করেন। আদালতের নির্দেশে পীরগাছা থানায় গত ১০ অক্টোবর মামলাটি তালিকাভুক্ত করা হয়। মামলা নং ০৬। ওই মামলায় ভুক্তভোগী ৬ আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে। আসামিরা কেউ মাছ বিক্রেতা, কেউ জেলে, কেউ দিনমজুর।
এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে ওই গ্রামের শতাধিক ব্যক্তি গত ২৭ সেপ্টেম্বর রংপুর পুলিশ সুপার বরাবর একটি আবেদন করেও কোনো প্রতিকার পাননি।
এদিকে সাইদুর রহমানের অব্যাহত হুমকি ও একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মকরমপুর হাইস্কুল সংলগ্ন সড়কে মানববন্ধন করেন ওই গ্রামের কয়েক শতাধিক মানুষ। সভায় বক্তব্য রাখেন, ওই গ্রামের প্রাক্তন শিক্ষক ময়েন উদ্দিন, ইউছুব আলী, দিনমজুর শাহজাহান আলী, সমি বেগম, লাভলী বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, মামলার বাদী সাইদুর রহমানের বাড়িতে কেউ থাকেন না। তিনি নিজেও ঢাকায় থাকেন। দীর্ঘদিন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই বাড়িতে কেউ কি কারণে ১৩ লাখ টাকা ও স্বর্ণালংকার রাখবে? বাড়ি ডাকাতি হলে গ্রামের লোকজন তা জানত। কিন্তু কেউ কিছুই জানে না, এটা কীভাবে সম্ভব? একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন সাইদুর রহমান। আমরা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, বিষয়টি সরেজমিনে ও ছায়া তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
রংপুরের পীরগাছায় পরিত্যক্ত বাড়িতে ডাকাতির ঘটনা সাঁজিয়ে গ্রামের নিরীহ ৬ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠছে সাইদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গ্রামের ৬টি নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শতাধিক এলাকাবাসী সাইদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। উপজেলা কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাইদুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল তাঁর প্রতিবেশী আমজাদ হোসেন, আনারুল মিয়া, মোহাব্বত আলী, বৃদ্ধ বুলু মিয়া, জুলু মিয়া ও নুরুল ইসলামের সঙ্গে।
মামলা করেও জমি দখলে নিতে না পারায় গত ২২ সেপ্টেম্বর রাতে তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে এই মর্মে থানায় মামলা করেন তিনি। মামলায় উল্লেখ করা হয়, রাতে তাঁর বাসায় ডাকাতি করে প্রায় ১৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তাঁর ওই প্রতিবেশীরা। সাইদুর রহমান জমিজমা দখলের উদ্দ্যেশ্যে তাদের বিরুদ্ধে চুরিসহ চারটি মিথ্যা মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির কোন সত্যতা না পেয়ে মামলাটি খারিজ করে দেয়।
পরে তিনি ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, পীরগাছা, রংপুরে আবেদন করেন। আদালতের নির্দেশে পীরগাছা থানায় গত ১০ অক্টোবর মামলাটি তালিকাভুক্ত করা হয়। মামলা নং ০৬। ওই মামলায় ভুক্তভোগী ৬ আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে। আসামিরা কেউ মাছ বিক্রেতা, কেউ জেলে, কেউ দিনমজুর।
এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে ওই গ্রামের শতাধিক ব্যক্তি গত ২৭ সেপ্টেম্বর রংপুর পুলিশ সুপার বরাবর একটি আবেদন করেও কোনো প্রতিকার পাননি।
এদিকে সাইদুর রহমানের অব্যাহত হুমকি ও একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মকরমপুর হাইস্কুল সংলগ্ন সড়কে মানববন্ধন করেন ওই গ্রামের কয়েক শতাধিক মানুষ। সভায় বক্তব্য রাখেন, ওই গ্রামের প্রাক্তন শিক্ষক ময়েন উদ্দিন, ইউছুব আলী, দিনমজুর শাহজাহান আলী, সমি বেগম, লাভলী বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, মামলার বাদী সাইদুর রহমানের বাড়িতে কেউ থাকেন না। তিনি নিজেও ঢাকায় থাকেন। দীর্ঘদিন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই বাড়িতে কেউ কি কারণে ১৩ লাখ টাকা ও স্বর্ণালংকার রাখবে? বাড়ি ডাকাতি হলে গ্রামের লোকজন তা জানত। কিন্তু কেউ কিছুই জানে না, এটা কীভাবে সম্ভব? একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন সাইদুর রহমান। আমরা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, বিষয়টি সরেজমিনে ও ছায়া তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫