রংপুর প্রতিনিধি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে