পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার তিস্তার বালুচরে চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম দ্বিগুণ থাকায় খুশিতে ভরে উঠেছে কৃষকের মন। গত বছর যে কৃষকেরা একরে ১১০ থেকে ১২০ মন ভুট্টা পেয়েছেন, তারা এ বছর ১৮০ থেকে ১৯০ মণ ভুট্টা পেয়েছেন। গত বছরের চেয়ে দামও দ্বিগুণ হওয়ায় তিস্তার বালুচরে ভুট্টায় বাজিমাত করেছেন চরের কৃষকেরা।
পীরগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যার মধ্যে খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ এবং রবি মৌসুমে ২ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ভুট্টা চাষ করা হয়েছে তিস্তার চরাঞ্চলে।
চরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরে বালুচরে নানা জাতের ভুট্টা চাষ হলেও এ বছর তিস্তা সিড্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের নতুন জাত ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ চাষ বেশি হয়েছে। দুই ইউনিয়নে এই জাত প্রায় সাড়ে ৪০০ একর জমিতে চাষ করা হয়েছে।
ছাওলা ইউনিয়নের কান্দিনার চর গ্রামের ভুট্টা চাষি আব্দুল মান্নান, দামুস্বর গ্রামের আবুল হোসেন, মুকুল মিয়া জানান, তাঁরা গত বছর স্থানীয় দোকানির কথায় কয়েক জাতের ভুট্টা চাষ করেছিলেন। কিন্তু ফলন ভালো হয়নি। চলতি বছর ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ জাতের ভুট্টা চাষে ভালো ফলন পেয়েছেন।
শিবদেব চরের আব্দুল লতিফ, তাম্বুলপুরের সবুজ মিয়া জানান, গত বছর যে জমিতে একরে ১১০ থেকে ১২০ মণ ভুট্টার ফলন হয়েছে সেই জমিতে এ বছর ১৮০ থেকে ১৯০ মণ ভুট্টার ফলন হয়েছে। গত বছর প্রতি মণ (৪০ কেজি) কাঁচা ভুট্টা ৪০০ এবং শুকনা ভুট্টা ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর ভুট্টা দ্বিগুণ দামে কাঁচা প্রতি মণ (৪০ কেজি) ১০০০ এবং শুকনা ১২৫০ থেকে ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিস্তা সিড্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের ভুট্টার এই জাত নতুন। আমরা কৃষকদের নির্ভয়ে চাষ করতে অনুরোধ করেছি। কোনো ধরনের সমস্যা হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে তাঁরা চাষ করে এখন লাভের মুখ দেখছেন। আসলে কৃষকদের মনে আস্থা আনাটাই বড় ব্যাপার।’
এ বিষয়ে পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, ভালো বীজে ভালো ফসলের নিশ্চয়তা দেয়। কোন জাতে কী ফলন দেয়, এটা বলা মুশকিল। তবে তিস্তার চরাঞ্চলে যেমন ভুট্টার চাষাবাদ বাড়ছে, তেমনি ফলনও বাড়ছে।
রংপুরের পীরগাছা উপজেলার তিস্তার বালুচরে চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম দ্বিগুণ থাকায় খুশিতে ভরে উঠেছে কৃষকের মন। গত বছর যে কৃষকেরা একরে ১১০ থেকে ১২০ মন ভুট্টা পেয়েছেন, তারা এ বছর ১৮০ থেকে ১৯০ মণ ভুট্টা পেয়েছেন। গত বছরের চেয়ে দামও দ্বিগুণ হওয়ায় তিস্তার বালুচরে ভুট্টায় বাজিমাত করেছেন চরের কৃষকেরা।
পীরগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যার মধ্যে খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ এবং রবি মৌসুমে ২ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ভুট্টা চাষ করা হয়েছে তিস্তার চরাঞ্চলে।
চরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরে বালুচরে নানা জাতের ভুট্টা চাষ হলেও এ বছর তিস্তা সিড্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের নতুন জাত ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ চাষ বেশি হয়েছে। দুই ইউনিয়নে এই জাত প্রায় সাড়ে ৪০০ একর জমিতে চাষ করা হয়েছে।
ছাওলা ইউনিয়নের কান্দিনার চর গ্রামের ভুট্টা চাষি আব্দুল মান্নান, দামুস্বর গ্রামের আবুল হোসেন, মুকুল মিয়া জানান, তাঁরা গত বছর স্থানীয় দোকানির কথায় কয়েক জাতের ভুট্টা চাষ করেছিলেন। কিন্তু ফলন ভালো হয়নি। চলতি বছর ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ জাতের ভুট্টা চাষে ভালো ফলন পেয়েছেন।
শিবদেব চরের আব্দুল লতিফ, তাম্বুলপুরের সবুজ মিয়া জানান, গত বছর যে জমিতে একরে ১১০ থেকে ১২০ মণ ভুট্টার ফলন হয়েছে সেই জমিতে এ বছর ১৮০ থেকে ১৯০ মণ ভুট্টার ফলন হয়েছে। গত বছর প্রতি মণ (৪০ কেজি) কাঁচা ভুট্টা ৪০০ এবং শুকনা ভুট্টা ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর ভুট্টা দ্বিগুণ দামে কাঁচা প্রতি মণ (৪০ কেজি) ১০০০ এবং শুকনা ১২৫০ থেকে ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিস্তা সিড্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের ভুট্টার এই জাত নতুন। আমরা কৃষকদের নির্ভয়ে চাষ করতে অনুরোধ করেছি। কোনো ধরনের সমস্যা হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে তাঁরা চাষ করে এখন লাভের মুখ দেখছেন। আসলে কৃষকদের মনে আস্থা আনাটাই বড় ব্যাপার।’
এ বিষয়ে পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, ভালো বীজে ভালো ফসলের নিশ্চয়তা দেয়। কোন জাতে কী ফলন দেয়, এটা বলা মুশকিল। তবে তিস্তার চরাঞ্চলে যেমন ভুট্টার চাষাবাদ বাড়ছে, তেমনি ফলনও বাড়ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫