রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গন। এই হামলার ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন।
রংপুর নগরীর পায়রা চত্বরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে রাত দেড়টার দিকে সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা ১ মিনিট) সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিএনপি নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর সদস্যরা পায়রা চত্বরে অবস্থান করছিলেন। পুরো এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী।
এর আগে, জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন ইমতিয়াজ ও ইমরান। সেখান থেকে ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তাঁরা।
মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন করে আমাদের অবস্থান জানতে চাওয়া হয়। আমরা পায়রা চত্বরে আছি জানালে তাঁরা সেখানে উপস্থিত হন। তাঁরা আমাদের কাছে হামলার সময়কার ভিডিও ও ছবি দেখিয়ে হামলাকারীদের শনাক্তে সহযোগিতা চান।’
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এবং জেলা সদস্যসচিব আনিছুর রহমান লাকুকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
শামসুজ্জামান সামু বলেন, ‘সেনাবাহিনী জানতে চেয়েছে, হামলায় বিএনপি-সংশ্লীষ্ট কেউ ছিল কি না। আমরা ভিডিও দেখে একজনকে শনাক্ত করেছি। আমাদের কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
রাত ১টার দিকে এনসিপি নেতা সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে।’
এর আগে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়ার বাসভবন দ্য স্কাই ভিউতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে যান জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ আলী। এ সময় মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে রাত ১১টার দিকে ২২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণ করেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বক্তব্য দেন। তিনি এনসিপি নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ডের আল্টিমেটাম দেন।
এদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে হামলাসংক্রান্ত একটি মামলার আবেদন করেছেন এনসিপি রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন।
রংপুরে এই রাজনৈতিক উত্তেজনা ও সেনা হস্তক্ষেপ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত চললেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো মামলা রুজু হয়নি বলে জানা গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গন। এই হামলার ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন।
রংপুর নগরীর পায়রা চত্বরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে রাত দেড়টার দিকে সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা ১ মিনিট) সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিএনপি নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর সদস্যরা পায়রা চত্বরে অবস্থান করছিলেন। পুরো এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী।
এর আগে, জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন ইমতিয়াজ ও ইমরান। সেখান থেকে ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তাঁরা।
মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন করে আমাদের অবস্থান জানতে চাওয়া হয়। আমরা পায়রা চত্বরে আছি জানালে তাঁরা সেখানে উপস্থিত হন। তাঁরা আমাদের কাছে হামলার সময়কার ভিডিও ও ছবি দেখিয়ে হামলাকারীদের শনাক্তে সহযোগিতা চান।’
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এবং জেলা সদস্যসচিব আনিছুর রহমান লাকুকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
শামসুজ্জামান সামু বলেন, ‘সেনাবাহিনী জানতে চেয়েছে, হামলায় বিএনপি-সংশ্লীষ্ট কেউ ছিল কি না। আমরা ভিডিও দেখে একজনকে শনাক্ত করেছি। আমাদের কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
রাত ১টার দিকে এনসিপি নেতা সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে।’
এর আগে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়ার বাসভবন দ্য স্কাই ভিউতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে যান জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ আলী। এ সময় মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে রাত ১১টার দিকে ২২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণ করেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বক্তব্য দেন। তিনি এনসিপি নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ডের আল্টিমেটাম দেন।
এদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে হামলাসংক্রান্ত একটি মামলার আবেদন করেছেন এনসিপি রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন।
রংপুরে এই রাজনৈতিক উত্তেজনা ও সেনা হস্তক্ষেপ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত চললেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো মামলা রুজু হয়নি বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে