প্রতিনিধি, রংপুর
মা-বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রংপুরের ছেলে রহিদুল ইসলাম রনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির দুই বছরের মাথায় সেই স্বপ্ন ফিকে হতে বসেছে। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
রংপুর নগরীর পরশুরাম চিলারঝাড় এলাকার দিনমজুর আব্দুর রহমানের ছেলে রনি ছোটবেলা থেকেই মেধাবী। অভাবের সংসারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের শয্যায় এখন লড়ছেন জীবনযুদ্ধে।
গত এক মাস যাবৎ অসুস্থ রনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তাঁর ব্লাড ক্যানসার ধরা পরে। দিনমজুর বাবার পক্ষে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। পরিবারের বসতভিটা বিক্রির পর ৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে তাঁর পরিবার। বাকি টাকার ব্যবস্থা করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রনির বাবা আব্দুর রহমান।
রনির জন্য পথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের তাঁর সহপাঠী ও শিক্ষকেরাও। সম্প্রতি তাঁরা নগরীর প্রেসক্লাব এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিবার ও সহপাঠীদের আকুতি, অর্থাভাবে যেন নিভে না যায় রনির জীবন প্রদীপ।
রনিকে সাহায্য করার জন্য:
বিকাশ ও নগদ: ০১৩০৭৭২৯২৫৫
জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২০৭৫৮৯৫১৩
মা-বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রংপুরের ছেলে রহিদুল ইসলাম রনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির দুই বছরের মাথায় সেই স্বপ্ন ফিকে হতে বসেছে। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
রংপুর নগরীর পরশুরাম চিলারঝাড় এলাকার দিনমজুর আব্দুর রহমানের ছেলে রনি ছোটবেলা থেকেই মেধাবী। অভাবের সংসারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের শয্যায় এখন লড়ছেন জীবনযুদ্ধে।
গত এক মাস যাবৎ অসুস্থ রনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তাঁর ব্লাড ক্যানসার ধরা পরে। দিনমজুর বাবার পক্ষে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। পরিবারের বসতভিটা বিক্রির পর ৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে তাঁর পরিবার। বাকি টাকার ব্যবস্থা করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রনির বাবা আব্দুর রহমান।
রনির জন্য পথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের তাঁর সহপাঠী ও শিক্ষকেরাও। সম্প্রতি তাঁরা নগরীর প্রেসক্লাব এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিবার ও সহপাঠীদের আকুতি, অর্থাভাবে যেন নিভে না যায় রনির জীবন প্রদীপ।
রনিকে সাহায্য করার জন্য:
বিকাশ ও নগদ: ০১৩০৭৭২৯২৫৫
জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২০৭৫৮৯৫১৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে