রংপুর প্রতিনিধি
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকার না আসতে পারে, সে জন্য এ প্রজন্মের যুবক ও দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। যাতে এই বিপ্লবের ফল কেউ হাইজ্যাক করতে না পারে। কোনো মতলববাজ, সে রাজনৈতিক বা অন্য কোনো অপশক্তি হোক, আমরা কাউকে অ্যালাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।’
আজ বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর স্বজনদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি। এই এলাকায় আল্লাহ এমন একটি গোলাপ ফুল আমাদের দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছে। শুধু বাংলাদেশের নয়, তিনি এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। তাঁর ইতিহাসের সঙ্গে আর কারও ইতিহাস জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাঁরা প্রত্যেকে একেকটা ইতিহাস। এবং যাঁরা লড়াই করে গাজি হিসেবে বেঁচে আছেন, তাঁরাও ইতিহাস।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি। এ বিপ্লব করেছে আমাদের যুবসমাজ। এরা আমাদের সন্তান। এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনে ভুল করে নাই। আমরা বিশ্বাস করি, এরা এখনো ভুল করবে না। বঙ্গভবনে বলেছিলাম যে এই বিপ্লবের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেকহোল্ডার হচ্ছে আমাদের যুবসমাজ। সুতরাং, তাদের সঙ্গে কথা বলে আগামীর দিকনির্দেশনা নিতে হবে। আমরা ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি সেটা করেছেন।’
এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে আসেন জামায়াতের আমির। পরে সেখানে একটি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আবু সাঈদের বাড়ি যান তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় সাঈদের স্বজনদের হাতে এক লাখ টাকা এবং আজীবন তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আবু ওবায়দুল্লাহ সালাফি, মহানগর ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া, সেক্রেটারি নুরুল হুদা প্রমুখ।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকার না আসতে পারে, সে জন্য এ প্রজন্মের যুবক ও দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। যাতে এই বিপ্লবের ফল কেউ হাইজ্যাক করতে না পারে। কোনো মতলববাজ, সে রাজনৈতিক বা অন্য কোনো অপশক্তি হোক, আমরা কাউকে অ্যালাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।’
আজ বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর স্বজনদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি। এই এলাকায় আল্লাহ এমন একটি গোলাপ ফুল আমাদের দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছে। শুধু বাংলাদেশের নয়, তিনি এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। তাঁর ইতিহাসের সঙ্গে আর কারও ইতিহাস জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাঁরা প্রত্যেকে একেকটা ইতিহাস। এবং যাঁরা লড়াই করে গাজি হিসেবে বেঁচে আছেন, তাঁরাও ইতিহাস।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি। এ বিপ্লব করেছে আমাদের যুবসমাজ। এরা আমাদের সন্তান। এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনে ভুল করে নাই। আমরা বিশ্বাস করি, এরা এখনো ভুল করবে না। বঙ্গভবনে বলেছিলাম যে এই বিপ্লবের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেকহোল্ডার হচ্ছে আমাদের যুবসমাজ। সুতরাং, তাদের সঙ্গে কথা বলে আগামীর দিকনির্দেশনা নিতে হবে। আমরা ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি সেটা করেছেন।’
এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে আসেন জামায়াতের আমির। পরে সেখানে একটি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আবু সাঈদের বাড়ি যান তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় সাঈদের স্বজনদের হাতে এক লাখ টাকা এবং আজীবন তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আবু ওবায়দুল্লাহ সালাফি, মহানগর ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া, সেক্রেটারি নুরুল হুদা প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে