বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগে এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ রোববার বেলা ১১টায় কেন্দ্রের সামনে তারা বিক্ষোভ করে। এরপর শতাধিক পরীক্ষার্থী পৌর শহরে বিক্ষোভ নিয়ে উপজেলা ক্যাম্পাসে গিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া এবং কেন্দ্র সচিবের অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকে। পরে ভারপ্রাপ্ত ইউএনও রেহেনুমা তারান্নুম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় ভকেশনাল কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১০টায় ভকেশনাল পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) পরীক্ষা শুরু হয়। ১৫ নম্বরের পরীক্ষা হয়। সময় এক ঘণ্টা।
মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মোরসালিন অভিযোগ করে বলে, প্রশ্নপত্র ২ ঘণ্টার হলেও পরীক্ষার খাতা নেওয়া হয় ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে।
চাঁদকুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভকেশনাল পরীক্ষার্থী শেহাবুল শাকিব, শ্যামপুর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল পরীক্ষার্থী আসাদুজ্জামান ও ফরিদুল জামান অভিযোগ করে বলে, পদার্থ বিজ্ঞানে সবাই ফেল করবে। কারণ প্রশ্নপত্র ছিল ২ ঘণ্টার, মার্ক ৩০। খাতা ও প্রশ্নপত্র পাওয়ার পর আমরা দুই ঘণ্টা সময় ভেবে লিখতে শুরু করি। ৩০ মিনিট পরে কক্ষের এক শিক্ষক বলেন তাড়াতাড়ি লিখ, পরীক্ষা হবে এক ঘণ্টা, ১৫ মার্কের। প্রশ্নপত্রের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিলে হবে। আমরা তাঁর কথায় উত্তর লিখছি। পরে শুনি প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। ৪৫ মিনিট যাওয়ার পর খাতা কেড়ে নেন কক্ষে দায়িত্বরত শিক্ষকেরা।
মধুপুর ময়নাকুড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মইদুল ইসলাম অভিযোগ করে বলে, পরীক্ষা শুরুর আগে যদি শিক্ষকেরা বলতেন এক ঘণ্টার পরীক্ষা হবে, সব বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমরা সেভাবেই খাতায় লিখতাম। আমাদের আজ রাস্তায় মানতে হতো না। এটা কেন্দ্রে দায়িত্বরতদের গাফিলতি বলে মন্তব্য করে এই পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভকেশনাল কেন্দ্রের সচিব ময়নুল হক সরকার বলেন, প্রশ্নপত্র দুই ঘণ্টার হলেও পরীক্ষা নেওয়ার নির্দেশনা আছে এক ঘণ্টার। পরীক্ষা প্রোগ্রামেও দেওয়া আছে প্রশ্নপত্রের অর্ধেক সময়ে পরীক্ষা হবে, মার্কও হবে অর্ধেক।
নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ময়নুল হক বলেন, শিক্ষার্থীরা কি আমার দুশমন, যে তাদের খাতা সময়ের আগে নিতে হবে! পারলে দু-এক মিনিট পরে খাতা নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, ভকেশনাল এক ঘণ্টার পরীক্ষা, এটা পরীক্ষার্থীদের আগেই জানার কথা। আমি নিজেও পরীক্ষার কক্ষ ঘুরে ঘুরে বলেছি, এক ঘণ্টার পরীক্ষা হবে। নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, এটা হওয়ার কথা নয়। বিষয়টি দেখা হবে।
রংপুরের বদরগঞ্জে নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগে এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ রোববার বেলা ১১টায় কেন্দ্রের সামনে তারা বিক্ষোভ করে। এরপর শতাধিক পরীক্ষার্থী পৌর শহরে বিক্ষোভ নিয়ে উপজেলা ক্যাম্পাসে গিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া এবং কেন্দ্র সচিবের অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকে। পরে ভারপ্রাপ্ত ইউএনও রেহেনুমা তারান্নুম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় ভকেশনাল কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১০টায় ভকেশনাল পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) পরীক্ষা শুরু হয়। ১৫ নম্বরের পরীক্ষা হয়। সময় এক ঘণ্টা।
মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মোরসালিন অভিযোগ করে বলে, প্রশ্নপত্র ২ ঘণ্টার হলেও পরীক্ষার খাতা নেওয়া হয় ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে।
চাঁদকুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভকেশনাল পরীক্ষার্থী শেহাবুল শাকিব, শ্যামপুর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল পরীক্ষার্থী আসাদুজ্জামান ও ফরিদুল জামান অভিযোগ করে বলে, পদার্থ বিজ্ঞানে সবাই ফেল করবে। কারণ প্রশ্নপত্র ছিল ২ ঘণ্টার, মার্ক ৩০। খাতা ও প্রশ্নপত্র পাওয়ার পর আমরা দুই ঘণ্টা সময় ভেবে লিখতে শুরু করি। ৩০ মিনিট পরে কক্ষের এক শিক্ষক বলেন তাড়াতাড়ি লিখ, পরীক্ষা হবে এক ঘণ্টা, ১৫ মার্কের। প্রশ্নপত্রের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিলে হবে। আমরা তাঁর কথায় উত্তর লিখছি। পরে শুনি প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। ৪৫ মিনিট যাওয়ার পর খাতা কেড়ে নেন কক্ষে দায়িত্বরত শিক্ষকেরা।
মধুপুর ময়নাকুড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মইদুল ইসলাম অভিযোগ করে বলে, পরীক্ষা শুরুর আগে যদি শিক্ষকেরা বলতেন এক ঘণ্টার পরীক্ষা হবে, সব বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমরা সেভাবেই খাতায় লিখতাম। আমাদের আজ রাস্তায় মানতে হতো না। এটা কেন্দ্রে দায়িত্বরতদের গাফিলতি বলে মন্তব্য করে এই পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভকেশনাল কেন্দ্রের সচিব ময়নুল হক সরকার বলেন, প্রশ্নপত্র দুই ঘণ্টার হলেও পরীক্ষা নেওয়ার নির্দেশনা আছে এক ঘণ্টার। পরীক্ষা প্রোগ্রামেও দেওয়া আছে প্রশ্নপত্রের অর্ধেক সময়ে পরীক্ষা হবে, মার্কও হবে অর্ধেক।
নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ময়নুল হক বলেন, শিক্ষার্থীরা কি আমার দুশমন, যে তাদের খাতা সময়ের আগে নিতে হবে! পারলে দু-এক মিনিট পরে খাতা নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, ভকেশনাল এক ঘণ্টার পরীক্ষা, এটা পরীক্ষার্থীদের আগেই জানার কথা। আমি নিজেও পরীক্ষার কক্ষ ঘুরে ঘুরে বলেছি, এক ঘণ্টার পরীক্ষা হবে। নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, এটা হওয়ার কথা নয়। বিষয়টি দেখা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫