শিপুল ইসলাম, রংপুর থেকে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।
অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।
তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’
এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।
২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।
অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।
তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’
এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।
২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে