কে এম হিমেল আহমেদ, বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি পুরোনো খেলার মাঠ সংস্কার ও নতুন আরেকটি মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই মাঠগুলো শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী হবে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. আল হেলাল। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাঠ তৈরি ও দুটি পুরোনো মাঠ সংস্কার করছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আয়োজিত টুর্নামেন্ট সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। মাঠ অসমতলের কারণে যেসব দুর্ঘটনা ঘটত তা অনেকটাই কমে যাবে।
সরেজমিনে জানা গেছে, নতুন মাঠের প্রস্তুত কাজ প্রায় শেষের দিকে। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ, উপাচার্যের বাংলোসংলগ্ন মাঠ এবং কেন্দ্রীয় মসজিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে অবস্থিত মাঠটির প্রস্তুতির কাজ চলছে।
বিভিন্ন শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নামেমাত্র একটি কেন্দ্রীয় খেলার মাঠ ছিল, যা খেলার জন্য মোটেও উপযোগী ছিল না। এ ছাড়া একটিমাত্র মাঠে ২২টি বিভাগের ক্রীড়া সপ্তাহ ও বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় টুর্নামেন্ট লেগেই থাকত। সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগই পেতেন না। কেন্দ্রীয় মাঠ খেলার উপযোগী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
কয়েক শিক্ষার্থী জানান, কেন্দ্রীয় খেলার মাঠ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও দুটি মাঠ প্রস্তুত করছে। এখন সাধারণ শিক্ষার্থীরা শরীরচর্চাসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারবেন। খেলার মাঠের যে সংকট ছিল, তিনটি মাঠ প্রস্তুত হলে তা আর থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল হোসেন আদনান বলেন, শিক্ষার্থীরা এখন থেকে অনায়াসে বিভিন্ন খেলার প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। মাঠসংকটের কারণে ডিপার্টমেন্ট টুর্নামেন্ট চলাকালে বিড়ম্বনার শিকার হতো, এখন আর এ রকম বিড়ম্বনায় পড়তে হবে না।
এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের জন্য মাঠগুলো খেলার উপযোগী হবে বলে নিশ্চিত করেন বেরোবির বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি পুরোনো খেলার মাঠ সংস্কার ও নতুন আরেকটি মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই মাঠগুলো শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী হবে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. আল হেলাল। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাঠ তৈরি ও দুটি পুরোনো মাঠ সংস্কার করছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আয়োজিত টুর্নামেন্ট সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। মাঠ অসমতলের কারণে যেসব দুর্ঘটনা ঘটত তা অনেকটাই কমে যাবে।
সরেজমিনে জানা গেছে, নতুন মাঠের প্রস্তুত কাজ প্রায় শেষের দিকে। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ, উপাচার্যের বাংলোসংলগ্ন মাঠ এবং কেন্দ্রীয় মসজিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে অবস্থিত মাঠটির প্রস্তুতির কাজ চলছে।
বিভিন্ন শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নামেমাত্র একটি কেন্দ্রীয় খেলার মাঠ ছিল, যা খেলার জন্য মোটেও উপযোগী ছিল না। এ ছাড়া একটিমাত্র মাঠে ২২টি বিভাগের ক্রীড়া সপ্তাহ ও বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় টুর্নামেন্ট লেগেই থাকত। সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগই পেতেন না। কেন্দ্রীয় মাঠ খেলার উপযোগী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
কয়েক শিক্ষার্থী জানান, কেন্দ্রীয় খেলার মাঠ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও দুটি মাঠ প্রস্তুত করছে। এখন সাধারণ শিক্ষার্থীরা শরীরচর্চাসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারবেন। খেলার মাঠের যে সংকট ছিল, তিনটি মাঠ প্রস্তুত হলে তা আর থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল হোসেন আদনান বলেন, শিক্ষার্থীরা এখন থেকে অনায়াসে বিভিন্ন খেলার প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। মাঠসংকটের কারণে ডিপার্টমেন্ট টুর্নামেন্ট চলাকালে বিড়ম্বনার শিকার হতো, এখন আর এ রকম বিড়ম্বনায় পড়তে হবে না।
এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের জন্য মাঠগুলো খেলার উপযোগী হবে বলে নিশ্চিত করেন বেরোবির বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে