শিপুল ইসলাম, রংপুর
ঘরের ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার। সেই তার কিছুদিন আগে হেলে যায়। এতে ঘর বিদ্যুতায়িত হওয়ার শঙ্কায় তার সরানোর জন্য পল্লী বিদ্যুতের অফিসে আবেদন করেছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তার সরানোর জন্য ৬০ হাজার টাকা চাওয়া হয় অফিসে। সেই টাকা দিতে না পারায় তারও সরানো হয়নি। কিন্তু জাহিদুলের সেই শঙ্কা নিষ্ঠুরভাবেই সত্যি হয়েছে। ঘরের ওপরে থাকা পল্লী বিদ্যুতের তার ঘরের চালে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি মারা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে। নিহত মীম আক্তার ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের বসতবাড়ির ওপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের খুঁটির লাইনের তার। সেই তার ঘরের চালে লাগলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায় জাহিদুলের। আজ বিকেল ৪টার দিকে মীম ঘরে পড়ার জন্য গেলে টিনের বেড়ায় বিদ্যুতে আটকে যান। মীমের চিৎকার শুনে তার মা আরমিনা বেগম পল্লী বিদ্যুতের তারাগঞ্জের অভিযোগ কেন্দ্রে ফোন দেন। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলেও মীম ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত মীম আক্তারের বাবা জাহিদুল ইসলামের অভিযোগ, বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের যে তার চলে গেছে, সেই তার সরানোর জন্য কয়েক দফা পল্লী বিদ্যুতের তারাগঞ্জ উপকেন্দ্রে যোগাযোগ করেছেন জাহিদুল। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জাহিদুলের কাছে ঘরের ওপর দিয়ে যাওয়া তার সরিয়ে নেওয়ার জন্য ৬০ হাজার টাকা চায়। এ টাকা দিতে না পারায় ওই তার সরিয়ে নেয়নি পল্লী বিদ্যুৎ অফিস।
নিহত মীম আক্তারে মা আরমিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘টাকা অভাবে ঘরে ওপরে কারেন্টের তার সারেবার পারোং নাই। পল্লী বিদ্যুৎ তার সরাইলে আজ কারেন্টোত আটকি মোর ছাওয়াটা মরিল না হয়। সেই তার টিনোত নাগি ঘর কারেন্ট হয়া ছাওয়াটা মোর মরি গেল।’
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ‘পল্লী বিদ্যুতের তার ঘরে লেগে বিদ্যুতায়িত হয়ে মীম আক্তার মারা গেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন সুমন বলেন, ‘তাঁরা তার সরানোর জন্য আবেদন করেছিল করোনার সময়। সে সময় ডিজিএম টাকা চেয়েছিল কি না তা আমার জানা নেই। আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। ঘটনাটি জানার পরেই ওই বাড়ি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরানোর ব্যবস্থা করেছি।’
ঘরের ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার। সেই তার কিছুদিন আগে হেলে যায়। এতে ঘর বিদ্যুতায়িত হওয়ার শঙ্কায় তার সরানোর জন্য পল্লী বিদ্যুতের অফিসে আবেদন করেছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তার সরানোর জন্য ৬০ হাজার টাকা চাওয়া হয় অফিসে। সেই টাকা দিতে না পারায় তারও সরানো হয়নি। কিন্তু জাহিদুলের সেই শঙ্কা নিষ্ঠুরভাবেই সত্যি হয়েছে। ঘরের ওপরে থাকা পল্লী বিদ্যুতের তার ঘরের চালে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি মারা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে। নিহত মীম আক্তার ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের বসতবাড়ির ওপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের খুঁটির লাইনের তার। সেই তার ঘরের চালে লাগলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায় জাহিদুলের। আজ বিকেল ৪টার দিকে মীম ঘরে পড়ার জন্য গেলে টিনের বেড়ায় বিদ্যুতে আটকে যান। মীমের চিৎকার শুনে তার মা আরমিনা বেগম পল্লী বিদ্যুতের তারাগঞ্জের অভিযোগ কেন্দ্রে ফোন দেন। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলেও মীম ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত মীম আক্তারের বাবা জাহিদুল ইসলামের অভিযোগ, বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের যে তার চলে গেছে, সেই তার সরানোর জন্য কয়েক দফা পল্লী বিদ্যুতের তারাগঞ্জ উপকেন্দ্রে যোগাযোগ করেছেন জাহিদুল। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জাহিদুলের কাছে ঘরের ওপর দিয়ে যাওয়া তার সরিয়ে নেওয়ার জন্য ৬০ হাজার টাকা চায়। এ টাকা দিতে না পারায় ওই তার সরিয়ে নেয়নি পল্লী বিদ্যুৎ অফিস।
নিহত মীম আক্তারে মা আরমিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘টাকা অভাবে ঘরে ওপরে কারেন্টের তার সারেবার পারোং নাই। পল্লী বিদ্যুৎ তার সরাইলে আজ কারেন্টোত আটকি মোর ছাওয়াটা মরিল না হয়। সেই তার টিনোত নাগি ঘর কারেন্ট হয়া ছাওয়াটা মোর মরি গেল।’
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ‘পল্লী বিদ্যুতের তার ঘরে লেগে বিদ্যুতায়িত হয়ে মীম আক্তার মারা গেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন সুমন বলেন, ‘তাঁরা তার সরানোর জন্য আবেদন করেছিল করোনার সময়। সে সময় ডিজিএম টাকা চেয়েছিল কি না তা আমার জানা নেই। আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। ঘটনাটি জানার পরেই ওই বাড়ি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরানোর ব্যবস্থা করেছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে