শিপুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর)
বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানসহ খয়বার হোসেনের পাঁচ সদস্যের পরিবার। ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান চালান। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো ব্যাটারি চার্জ না করতে পারায় দিনের সামান্য অংশই রিকশা চালাতে পারেন। তাতে উপার্জন তলানিতে ঠেকেছে। সারা দিনে যা আয় হয় তার তিন ভাগের একভাগ দিতে হয় রিকশা মালিককে। এ উপার্জন দিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের বাসিন্দা খয়বার হোসেন। আজ মঙ্গলবার তারাগঞ্জ বাজারে কথা হয় তাঁর সঙ্গে।
খয়বার হোসেন বলেন, ‘ভাই, আগোত একশ টাকা কামাই করিয়া ব্যাগ ভর্তি করি দুই তিন দিনের সবজি কিনার পাছনো। এ্যালা ব্যাগের কোণাও ভরে না। সারা দিনে সাড়ে তিনশ টাকা কামাই করোং। এ্যার মধ্যে একশ বিশ টাকা মালিককে দিবার নাগে। বাকি দুইশ তিরিশ টাকা দিয়া চাল তেল আর মসল্লা কিনতে শ্যাষ, তরকারি কিনার টাকা থাকে না। রাইত পোয়াইলে জিনিসের দাম বাড়ে। এ্যালা দুই বেলা খাবার যায়া দেনাত পরোছি।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পেছেন জুম্মাপাড়া গ্রামের দিনমজুর কালা মিয়া। তাঁর পরিবারেরও পাঁচ সদস্য। তাঁর একার দিনমজুরির টাকায় চলে সংসার। কালা মিয়া বলেন, ‘মানষের বাড়িত মাছ, গোস্তর গন্ধ শুনি। ছাওয়াগুলো খুব জেদ ধরলে ডিম আনিয়া খাই। এ্যালা তাকও আর হওচে না। হাটোত যায়্যা শোনোছুং ডিমেরও দাম বাড়ছে। এমনি তিন বেলার জাগাত দুই বেলা খাই, এ্যালা তাক এবেলাও হওছে না। জিনিসপাতির যে দাম। নুন দিয়া পান্তা খায়া বাঁচি আছি।’
শুধু খয়বার হোসেন ও কালা মিয়ায় নন, দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন রংপুরের তারাগঞ্জের হাজারো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
আবুল কালাম আজাদ তারাগঞ্জে সমাজ সেবার ইউনিয়ন কর্মীর চাকরি করেন। থাকেন রংপুর শহরে ভাড়া বাসায়। দুই ছেলে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে। মাসিক আয় তাঁর ২৫ হাজার টাকা। এ আয়ে আগে টেনেটুনে পাঁচ সদস্যের সংসার চললেও এখন আর চলছে না। ধার দেনা করে চলতে হচ্ছে।
আবুল কালাম আজাদ জানান, বাড়িভাড়া বাবদ ৫ হাজার, দুই ছেলে স্কুলের বেতন ৪ হাজার ৯৯০ টাকা, ছেলেদের প্রাইভেট কোচিং ৬ হাজার ১৫০ টাকা, বিদ্যুৎ বিল ১ হাজার ৮০০ টাকা, চিকিৎসা বাবদ ২ হাজার, গ্যাস বিল ১ হাজার ৩৫০ টাকা, ইন্টারনেট-মোবাইল বিল ৫০০ টাকা, চাল ১ হাজার ৫০০ টাকা, ৫ লিটার তেল ৯৫০ টাকা, চিনি ৫ কেজি ৫০০ টাকা, আটা ২০ কেজি ১ হাজার ২০০ টাকা, সবজি ৩ হাজার টাকা, মাছ-মাংস ৩ হাজার ৫০০ টাকা, মরিচ-পেঁয়াজ-হলুদ-মসলা ৩ হাজার টাকা, ডিম ৩০টি ৪০০ টাকা, সাবান-পাউডার-কসমেটিকস ২ হাজার টাকা, কাপড় গড়ে ২ হাজার টাকাসহ প্রতি মাসে প্রায় ৩৯ হাজার ৮৪০ টাকা লাগে। এতে অতিরিক্ত প্রায় ১৪ হাজার ৮৪০ টাকা ধার দেনা করতে হয়।
আবুল কালাম বলেন, ‘বেঁচে থাকা এখন খুব কঠিন হয়ে গেছে। কিছুতেই তাল মিলিয়ে চলা যাচ্ছে না। চাকরির টাকায় এখন সংসার চলছে না। মোটা অঙ্কের ধার করতে হচ্ছে। নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে যাওয়া আমার মতো অনেক চাকরিজীবী সংসার চালাতে গিয়ে মুখে হাত দিয়ে চিৎকার করে মরছে।’
জলুবার জেলেপাড়া গ্রামের জেলে চন্দন দাসের নদীতে মাছ ধরে চলে তাঁর পরিবার। নিত্যপণ্যের দাম বাড়ায় তিনিও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। চার সন্তান, বৃদ্ধা মা আর স্ত্রীকে নিয়ে সাত সদস্যের সংসারে এখন প্রায় উপোস থাকতে হয় তাঁকে।
চন্দন দাসের স্ত্রী জয়ন্তী বালা জানান, আধপেট দুই বেলা খেতে গেলে সাড়ে ৩ কেজি চাল লাগে, যার দাম ১৮০ টাকা, দুই কেজি সবজি ৮০ টাকা, আধা পোয়া তেল ২৫ টাকা, লবণ, কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন মসলা ৫০ টাকা, ওষুধ লাগে ৩০ টাকা, চার সন্তানের নাশতা বাবদ ২০ টাকা।
চন্দন দাস আক্ষেপ করে বলেন, ‘দাদা, এবার বান-বাইষ্যা নাই, নদী-নালাত মাছও নাই। মাঠত কামও নাই। নদীত সউগ দিন মাছও পাওয়া যায় না। এ্যালা সারা দিনে যেকনা মাছ পাই তাক দুই আড়াইশ টাকাত বেচাই। বাজারোত জিনিসপাতির খুব দর। তাক দিয়া একবেলা পেট ভরে খাবার পাই না। ছাওয়া পোয়াগুলা নিয়া উপাসে কষ্টে দিন কাটোছে।’
ছুটমেনানগর গ্রামের আজাহারুল ইসলামের এক একর জমি চাষের আয়ে সংসার চলে। এক ফসল বেচে অন্য ফসলের চাষ করেন। ইকরচালী কাঁচা বাজারে কথা হলে আজাহারুল ইসলাম বলেন, ‘বাপ-দাদা কছলো, কৃষক হইল দ্যাশের প্রাণ। কৃষকের ফসলে দ্যাশের মানুষ বাঁচে। সউগ বাদ দিয়া আবাদোত নাগছি। এ্যালা তো দেখুছি সেটা ভুল। আবাদ করিয়া এ্যালা খরচে ওঠে না। পেট চালামো কেমন করি। সরকার তেলের দাম, সারের দাম বাড়াওছে হঠাৎ করি। হামার ধানের দাম তো বাড়ায় না। আর যখন ধানে দাম বাড়ায় তখন কৃষকের ঘরোত ধানে থাকে না। লোকসান দিয়া, ধারদেনা করি এইংকা করি আর কদ্দিন বাঁচমো কন?’
জুম্মাপাড়া গ্রামের হোটেল শ্রমিক বাউরা মিয়া বলেন, ‘ভাই দ্যাশোত কী হইল? হঠাৎ করি তেলের দাম, চাউলের দাম, তরিতরকারি দাম বাড়িল। এ্যালা একদিনের কামাই দিয়া দুইবেলা খাবার পাই না। সউগ জিনিসের দাম বাড়ছে তা সরকার হামার কামের দাম বাড়াওছে না ক্যান? ভালো করি নেখি দেন সরকার যেনো হামারও দাম বাড়ায়। আর পোষাওছে না।’
বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানসহ খয়বার হোসেনের পাঁচ সদস্যের পরিবার। ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান চালান। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো ব্যাটারি চার্জ না করতে পারায় দিনের সামান্য অংশই রিকশা চালাতে পারেন। তাতে উপার্জন তলানিতে ঠেকেছে। সারা দিনে যা আয় হয় তার তিন ভাগের একভাগ দিতে হয় রিকশা মালিককে। এ উপার্জন দিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের বাসিন্দা খয়বার হোসেন। আজ মঙ্গলবার তারাগঞ্জ বাজারে কথা হয় তাঁর সঙ্গে।
খয়বার হোসেন বলেন, ‘ভাই, আগোত একশ টাকা কামাই করিয়া ব্যাগ ভর্তি করি দুই তিন দিনের সবজি কিনার পাছনো। এ্যালা ব্যাগের কোণাও ভরে না। সারা দিনে সাড়ে তিনশ টাকা কামাই করোং। এ্যার মধ্যে একশ বিশ টাকা মালিককে দিবার নাগে। বাকি দুইশ তিরিশ টাকা দিয়া চাল তেল আর মসল্লা কিনতে শ্যাষ, তরকারি কিনার টাকা থাকে না। রাইত পোয়াইলে জিনিসের দাম বাড়ে। এ্যালা দুই বেলা খাবার যায়া দেনাত পরোছি।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পেছেন জুম্মাপাড়া গ্রামের দিনমজুর কালা মিয়া। তাঁর পরিবারেরও পাঁচ সদস্য। তাঁর একার দিনমজুরির টাকায় চলে সংসার। কালা মিয়া বলেন, ‘মানষের বাড়িত মাছ, গোস্তর গন্ধ শুনি। ছাওয়াগুলো খুব জেদ ধরলে ডিম আনিয়া খাই। এ্যালা তাকও আর হওচে না। হাটোত যায়্যা শোনোছুং ডিমেরও দাম বাড়ছে। এমনি তিন বেলার জাগাত দুই বেলা খাই, এ্যালা তাক এবেলাও হওছে না। জিনিসপাতির যে দাম। নুন দিয়া পান্তা খায়া বাঁচি আছি।’
শুধু খয়বার হোসেন ও কালা মিয়ায় নন, দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন রংপুরের তারাগঞ্জের হাজারো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
আবুল কালাম আজাদ তারাগঞ্জে সমাজ সেবার ইউনিয়ন কর্মীর চাকরি করেন। থাকেন রংপুর শহরে ভাড়া বাসায়। দুই ছেলে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে। মাসিক আয় তাঁর ২৫ হাজার টাকা। এ আয়ে আগে টেনেটুনে পাঁচ সদস্যের সংসার চললেও এখন আর চলছে না। ধার দেনা করে চলতে হচ্ছে।
আবুল কালাম আজাদ জানান, বাড়িভাড়া বাবদ ৫ হাজার, দুই ছেলে স্কুলের বেতন ৪ হাজার ৯৯০ টাকা, ছেলেদের প্রাইভেট কোচিং ৬ হাজার ১৫০ টাকা, বিদ্যুৎ বিল ১ হাজার ৮০০ টাকা, চিকিৎসা বাবদ ২ হাজার, গ্যাস বিল ১ হাজার ৩৫০ টাকা, ইন্টারনেট-মোবাইল বিল ৫০০ টাকা, চাল ১ হাজার ৫০০ টাকা, ৫ লিটার তেল ৯৫০ টাকা, চিনি ৫ কেজি ৫০০ টাকা, আটা ২০ কেজি ১ হাজার ২০০ টাকা, সবজি ৩ হাজার টাকা, মাছ-মাংস ৩ হাজার ৫০০ টাকা, মরিচ-পেঁয়াজ-হলুদ-মসলা ৩ হাজার টাকা, ডিম ৩০টি ৪০০ টাকা, সাবান-পাউডার-কসমেটিকস ২ হাজার টাকা, কাপড় গড়ে ২ হাজার টাকাসহ প্রতি মাসে প্রায় ৩৯ হাজার ৮৪০ টাকা লাগে। এতে অতিরিক্ত প্রায় ১৪ হাজার ৮৪০ টাকা ধার দেনা করতে হয়।
আবুল কালাম বলেন, ‘বেঁচে থাকা এখন খুব কঠিন হয়ে গেছে। কিছুতেই তাল মিলিয়ে চলা যাচ্ছে না। চাকরির টাকায় এখন সংসার চলছে না। মোটা অঙ্কের ধার করতে হচ্ছে। নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে যাওয়া আমার মতো অনেক চাকরিজীবী সংসার চালাতে গিয়ে মুখে হাত দিয়ে চিৎকার করে মরছে।’
জলুবার জেলেপাড়া গ্রামের জেলে চন্দন দাসের নদীতে মাছ ধরে চলে তাঁর পরিবার। নিত্যপণ্যের দাম বাড়ায় তিনিও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। চার সন্তান, বৃদ্ধা মা আর স্ত্রীকে নিয়ে সাত সদস্যের সংসারে এখন প্রায় উপোস থাকতে হয় তাঁকে।
চন্দন দাসের স্ত্রী জয়ন্তী বালা জানান, আধপেট দুই বেলা খেতে গেলে সাড়ে ৩ কেজি চাল লাগে, যার দাম ১৮০ টাকা, দুই কেজি সবজি ৮০ টাকা, আধা পোয়া তেল ২৫ টাকা, লবণ, কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন মসলা ৫০ টাকা, ওষুধ লাগে ৩০ টাকা, চার সন্তানের নাশতা বাবদ ২০ টাকা।
চন্দন দাস আক্ষেপ করে বলেন, ‘দাদা, এবার বান-বাইষ্যা নাই, নদী-নালাত মাছও নাই। মাঠত কামও নাই। নদীত সউগ দিন মাছও পাওয়া যায় না। এ্যালা সারা দিনে যেকনা মাছ পাই তাক দুই আড়াইশ টাকাত বেচাই। বাজারোত জিনিসপাতির খুব দর। তাক দিয়া একবেলা পেট ভরে খাবার পাই না। ছাওয়া পোয়াগুলা নিয়া উপাসে কষ্টে দিন কাটোছে।’
ছুটমেনানগর গ্রামের আজাহারুল ইসলামের এক একর জমি চাষের আয়ে সংসার চলে। এক ফসল বেচে অন্য ফসলের চাষ করেন। ইকরচালী কাঁচা বাজারে কথা হলে আজাহারুল ইসলাম বলেন, ‘বাপ-দাদা কছলো, কৃষক হইল দ্যাশের প্রাণ। কৃষকের ফসলে দ্যাশের মানুষ বাঁচে। সউগ বাদ দিয়া আবাদোত নাগছি। এ্যালা তো দেখুছি সেটা ভুল। আবাদ করিয়া এ্যালা খরচে ওঠে না। পেট চালামো কেমন করি। সরকার তেলের দাম, সারের দাম বাড়াওছে হঠাৎ করি। হামার ধানের দাম তো বাড়ায় না। আর যখন ধানে দাম বাড়ায় তখন কৃষকের ঘরোত ধানে থাকে না। লোকসান দিয়া, ধারদেনা করি এইংকা করি আর কদ্দিন বাঁচমো কন?’
জুম্মাপাড়া গ্রামের হোটেল শ্রমিক বাউরা মিয়া বলেন, ‘ভাই দ্যাশোত কী হইল? হঠাৎ করি তেলের দাম, চাউলের দাম, তরিতরকারি দাম বাড়িল। এ্যালা একদিনের কামাই দিয়া দুইবেলা খাবার পাই না। সউগ জিনিসের দাম বাড়ছে তা সরকার হামার কামের দাম বাড়াওছে না ক্যান? ভালো করি নেখি দেন সরকার যেনো হামারও দাম বাড়ায়। আর পোষাওছে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে