রংপুর প্রতিনিধি
রংপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুর মোহাম্মদ মণ্ডল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুবার এমপি ও তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আদালতে দুদকের আইনজীবী এ কে এম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করা হয়।
এর আগে চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদ মণ্ডলের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ, তাঁর মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১৩০.৭৩ একর জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, নুর মোহাম্মদ মণ্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাশুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাশুরের ছেলে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয় লাভ করেন নুর মোহাম্মদ মণ্ডল।
রংপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুর মোহাম্মদ মণ্ডল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুবার এমপি ও তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আদালতে দুদকের আইনজীবী এ কে এম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করা হয়।
এর আগে চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদ মণ্ডলের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ, তাঁর মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১৩০.৭৩ একর জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, নুর মোহাম্মদ মণ্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাশুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাশুরের ছেলে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয় লাভ করেন নুর মোহাম্মদ মণ্ডল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে