বেরোবি প্রতিনিধি
স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে বিতরণ করা বিশেষ খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। উপাচার্য বলেছেন, বিষয়টি দেখব।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে যে খাবার দেওয়া হয় তাতে ভিন্নতা দেখা গেছে। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে ইফতারি ও বিরিয়ানির প্যাকেটের সঙ্গে জুস দেওয়া হলেও শহীদ মুখতার ইলাহী হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খেজুর ও জুস ছাড়া এক প্যাকেট করে বিরিয়ানি বিতরণ করা হয়। এর মধ্যে মুখতার হলের খাবার ছিল সবচেয়ে নিম্নমানের।
খাবারে পোকা পাওয়া শিক্ষার্থী রাইসুল ইসলাম স্বাধীন বলেন, ‘বিশেষ দিনে বিশেষ খাবার এমন হবে তা প্রত্যাশা করিনি। পোকা দেখতে পেয়ে খাবার না খেয়ে ফেলে দিয়েছি।’
শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী আবু আব্দুল্লাহ সুজন বলেন, ‘যে খাবার খাওয়া যায় না তা দেওয়ার দরকার কি? রমজান মাসেও শিক্ষার্থীদের সঙ্গে খাবার নিয়ে প্রতারণা মোটেই কাম্য না। এগুলো প্রভোস্টের অদক্ষতা ও দায়িত্বহীনতার পরিচয়। তিনি হলে নিয়মিত খাবার ডাইনিংয়েও কোনো খোঁজ রাখেন না।’
এম ওয়ালিদ হাসান নামে এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করেন, ‘মুখতার ইলাহী হলে ১ জন প্রভোস্ট, ৭ জন সহকারী প্রভোস্ট। জনাব আপনাদের রুচির প্রশংসা করতে হয়।’
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রভোস্ট স্যাররা তো নিজেরা এ খাবার খাবে না তাই শিক্ষার্থীদের এমন অস্বাস্থ্যকর খাবার দিতে পেরেছেন।’
যোগাযোগ করা হলে মুখতার হলের সহকারী প্রভোস্ট জহির উদ্দীন বলেন, ‘এমন হয়ে থাকলে তা ঠিক হয়নি। এবার খাবারের বিষয়ে প্রভোস্ট স্যার নিজেই দায়িত্বে ছিলেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে কথা বলতে প্রভোস্ট রশীদুল ইসলামকে তাঁর কক্ষে গিয়ে পাওয়া যায়নি। সেই সঙ্গে একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, আমি বিব্রতবোধ করছি, এর দায় হল কর্তৃপক্ষকে নিতে হবে।
আবাসিক হলে নিম্নমানের খাবার বিতরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ফোন দিলে তিনি জানান ‘এখন আমি ঢাকায় আছি, ক্যাম্পাসে ফিরে বিষয়টি দেখব।’
স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে বিতরণ করা বিশেষ খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। উপাচার্য বলেছেন, বিষয়টি দেখব।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে যে খাবার দেওয়া হয় তাতে ভিন্নতা দেখা গেছে। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে ইফতারি ও বিরিয়ানির প্যাকেটের সঙ্গে জুস দেওয়া হলেও শহীদ মুখতার ইলাহী হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খেজুর ও জুস ছাড়া এক প্যাকেট করে বিরিয়ানি বিতরণ করা হয়। এর মধ্যে মুখতার হলের খাবার ছিল সবচেয়ে নিম্নমানের।
খাবারে পোকা পাওয়া শিক্ষার্থী রাইসুল ইসলাম স্বাধীন বলেন, ‘বিশেষ দিনে বিশেষ খাবার এমন হবে তা প্রত্যাশা করিনি। পোকা দেখতে পেয়ে খাবার না খেয়ে ফেলে দিয়েছি।’
শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী আবু আব্দুল্লাহ সুজন বলেন, ‘যে খাবার খাওয়া যায় না তা দেওয়ার দরকার কি? রমজান মাসেও শিক্ষার্থীদের সঙ্গে খাবার নিয়ে প্রতারণা মোটেই কাম্য না। এগুলো প্রভোস্টের অদক্ষতা ও দায়িত্বহীনতার পরিচয়। তিনি হলে নিয়মিত খাবার ডাইনিংয়েও কোনো খোঁজ রাখেন না।’
এম ওয়ালিদ হাসান নামে এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করেন, ‘মুখতার ইলাহী হলে ১ জন প্রভোস্ট, ৭ জন সহকারী প্রভোস্ট। জনাব আপনাদের রুচির প্রশংসা করতে হয়।’
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রভোস্ট স্যাররা তো নিজেরা এ খাবার খাবে না তাই শিক্ষার্থীদের এমন অস্বাস্থ্যকর খাবার দিতে পেরেছেন।’
যোগাযোগ করা হলে মুখতার হলের সহকারী প্রভোস্ট জহির উদ্দীন বলেন, ‘এমন হয়ে থাকলে তা ঠিক হয়নি। এবার খাবারের বিষয়ে প্রভোস্ট স্যার নিজেই দায়িত্বে ছিলেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে কথা বলতে প্রভোস্ট রশীদুল ইসলামকে তাঁর কক্ষে গিয়ে পাওয়া যায়নি। সেই সঙ্গে একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, আমি বিব্রতবোধ করছি, এর দায় হল কর্তৃপক্ষকে নিতে হবে।
আবাসিক হলে নিম্নমানের খাবার বিতরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ফোন দিলে তিনি জানান ‘এখন আমি ঢাকায় আছি, ক্যাম্পাসে ফিরে বিষয়টি দেখব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে