আশরাফুল আলম আপন (রংপুর) বদরগঞ্জ
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে আরবিবি-১ ব্রিকস ও আরবিবি-২ ব্রিকস নামে দুটি অবৈধ ভাটা রয়েছে। দুটি ইটভাটার মালিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বদরগঞ্জ উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক। পাশে সিবিএল ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। সেটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন টুটুল চৌধুরী। এখন ওই ইটভাটা তাঁর এক চাচা চালাচ্ছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘তিনটি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনির বিষাক্ত কালো ধোঁয়ার ঝাঁজালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, স্কুলের প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন রহস্যজনক কারণে তাঁর দুটি ইটভাটা বন্ধ করতে পারছে না। আমরা শিক্ষক হয়েও প্রতিবাদ করতে পারি না। কারণ ভাটামালিক শাহজাহান আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আমরা স্কুলে থাকলে ঠিকমতো শ্বাস নিতে পারি না। স্কুলের প্রায় শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ে।’
জানা গেছে, দেড় মাস আগে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শাহজাহান আলীর আরবিবি-১ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ওই ভাটামালিক শাহজাহান আলীকে ৭০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের মধ্যে ভাটা বন্ধের নির্দেশনা দেন; কিন্তু তা আজও বন্ধ হয়নি।
জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘আমার হাইকোর্টের রিট আছে। মেয়াদ থাকা পর্যন্ত প্রশাসন আমার ইটভাটা দুটি বন্ধ করে দিতে পারবে না।’
রংপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শাহজাহানের দুটি ইটভাটাসহ তিন ইটভাটা অবৈধ। আমরা দেড় মাস আগে তাঁর একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। এক মাসের মধ্যে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জনবল না থাকায় এক ইটভাটায় একবারের বেশি যাওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে ইতিমধ্যে আমরা আরএএমবি ব্রিকস ও জেডএমবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দিয়েছি। রোববার কে আর এম ব্রিকস ও একতা ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছি। কিন্তু হাইকোর্টের রিট থাকায় তা বন্ধ করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ওই স্কুল ঘেঁষে তিনটি ইটভাটাও বন্ধ করে দেওয়া হবে।’
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে আরবিবি-১ ব্রিকস ও আরবিবি-২ ব্রিকস নামে দুটি অবৈধ ভাটা রয়েছে। দুটি ইটভাটার মালিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বদরগঞ্জ উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক। পাশে সিবিএল ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। সেটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন টুটুল চৌধুরী। এখন ওই ইটভাটা তাঁর এক চাচা চালাচ্ছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘তিনটি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনির বিষাক্ত কালো ধোঁয়ার ঝাঁজালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, স্কুলের প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন রহস্যজনক কারণে তাঁর দুটি ইটভাটা বন্ধ করতে পারছে না। আমরা শিক্ষক হয়েও প্রতিবাদ করতে পারি না। কারণ ভাটামালিক শাহজাহান আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আমরা স্কুলে থাকলে ঠিকমতো শ্বাস নিতে পারি না। স্কুলের প্রায় শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ে।’
জানা গেছে, দেড় মাস আগে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শাহজাহান আলীর আরবিবি-১ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ওই ভাটামালিক শাহজাহান আলীকে ৭০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের মধ্যে ভাটা বন্ধের নির্দেশনা দেন; কিন্তু তা আজও বন্ধ হয়নি।
জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘আমার হাইকোর্টের রিট আছে। মেয়াদ থাকা পর্যন্ত প্রশাসন আমার ইটভাটা দুটি বন্ধ করে দিতে পারবে না।’
রংপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শাহজাহানের দুটি ইটভাটাসহ তিন ইটভাটা অবৈধ। আমরা দেড় মাস আগে তাঁর একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। এক মাসের মধ্যে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জনবল না থাকায় এক ইটভাটায় একবারের বেশি যাওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে ইতিমধ্যে আমরা আরএএমবি ব্রিকস ও জেডএমবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দিয়েছি। রোববার কে আর এম ব্রিকস ও একতা ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছি। কিন্তু হাইকোর্টের রিট থাকায় তা বন্ধ করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ওই স্কুল ঘেঁষে তিনটি ইটভাটাও বন্ধ করে দেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে