তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসনসংকট চরমে। ১৯৮৭ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবনগুলোর বর্তমান বয়স হয়েছে প্রায় ৩৬ বছর। আর পুরোনো ওই আবাসিক ভবনগুলো দু-একবার সংস্কারকাজ হলেও বর্তমান অবস্থা জরাজীর্ণ। যা বসবাসের অনুপযোগী প্রায়। ফলে চরম আবাসনসংকটে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আর বর্তমানে আবাসনসংকটের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের কেউ কেউ স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ওই সব সরকারি আবাসিক ভবনে পরিবার ছাড়া বাস করলেও বেশির ভাগ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে তাঁদের পরিবারের সদস্যদের রাখতে বাধ্য হচ্ছেন। ফলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে বসবাস করা কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ঠিক সময়ে অফিসে আসতে পারছেন না। পাশাপাশি বাধ্য হয়ে পরিবার ছাড়াই থাকতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর চার ইউনিটবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার ১টি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটের আরও ১টি, আট ইউনিটবিশিষ্ট তৃতীয় শ্রেণির জন্য ২টি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ৪ ইউনিটের ১টি সরকারি আবাসিক ভবন নির্মিত হয়। ২০০০ সালের পর দু-একবার ওই আবাসিক ভবনগুলোতে সংস্কার ও যৎসামান্য মেরামতকাজ হলেও বর্তমান এসব সরকারি আবাসন ভবনগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ১৯৮৭ সালে নির্মিত ভবনগুলোর দেয়ালে শেওলা ও পাকুড়গাছ জন্মেছে। প্রায় সব জানালা-দরজা ভাঙা, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পানি সরবরাহের লাইনের অবস্থা বেহাল। ভবনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে সৌন্দর্য হারিয়ে আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অবস্থার মধ্যেই তৃতীয় শ্রেণির জন্য ২টি সরকারি আবাসিক ভবনেই নার্সসহ অন্যান্য আটটি পরিবার ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনে চারটি পরিবার সরকারি নিয়মেই ভাড়া দিয়েই বাস করছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার ১টি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটবিশিষ্ট ১টি ভবনে পরিবার নিয়ে কোনো প্রথম শ্রেণির কর্মকর্তা বসবাস করেন না।
এদিকে বর্তমানে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ ১৫ জন প্রথম শ্রেণির কর্মকর্তা (চিকিৎসক), ৩১ জন নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। যাঁদের বেশির ভাগই সরকারি আবাসন সুবিধার বাইরে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন একটি আবাসিক ভবনের দরপত্র হয়েছে। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসনসংকট চরমে। ১৯৮৭ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবনগুলোর বর্তমান বয়স হয়েছে প্রায় ৩৬ বছর। আর পুরোনো ওই আবাসিক ভবনগুলো দু-একবার সংস্কারকাজ হলেও বর্তমান অবস্থা জরাজীর্ণ। যা বসবাসের অনুপযোগী প্রায়। ফলে চরম আবাসনসংকটে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আর বর্তমানে আবাসনসংকটের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের কেউ কেউ স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ওই সব সরকারি আবাসিক ভবনে পরিবার ছাড়া বাস করলেও বেশির ভাগ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে তাঁদের পরিবারের সদস্যদের রাখতে বাধ্য হচ্ছেন। ফলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে বসবাস করা কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ঠিক সময়ে অফিসে আসতে পারছেন না। পাশাপাশি বাধ্য হয়ে পরিবার ছাড়াই থাকতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর চার ইউনিটবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার ১টি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটের আরও ১টি, আট ইউনিটবিশিষ্ট তৃতীয় শ্রেণির জন্য ২টি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ৪ ইউনিটের ১টি সরকারি আবাসিক ভবন নির্মিত হয়। ২০০০ সালের পর দু-একবার ওই আবাসিক ভবনগুলোতে সংস্কার ও যৎসামান্য মেরামতকাজ হলেও বর্তমান এসব সরকারি আবাসন ভবনগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ১৯৮৭ সালে নির্মিত ভবনগুলোর দেয়ালে শেওলা ও পাকুড়গাছ জন্মেছে। প্রায় সব জানালা-দরজা ভাঙা, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পানি সরবরাহের লাইনের অবস্থা বেহাল। ভবনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে সৌন্দর্য হারিয়ে আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অবস্থার মধ্যেই তৃতীয় শ্রেণির জন্য ২টি সরকারি আবাসিক ভবনেই নার্সসহ অন্যান্য আটটি পরিবার ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনে চারটি পরিবার সরকারি নিয়মেই ভাড়া দিয়েই বাস করছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার ১টি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটবিশিষ্ট ১টি ভবনে পরিবার নিয়ে কোনো প্রথম শ্রেণির কর্মকর্তা বসবাস করেন না।
এদিকে বর্তমানে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ ১৫ জন প্রথম শ্রেণির কর্মকর্তা (চিকিৎসক), ৩১ জন নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। যাঁদের বেশির ভাগই সরকারি আবাসন সুবিধার বাইরে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন একটি আবাসিক ভবনের দরপত্র হয়েছে। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রক্রিয়াধীন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে