নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনএমের প্রার্থী শরিফুল ইসলামকে এক কলেজ অধ্যক্ষ হুমকি ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শরিফুল ইসলাম নিজেও একটি কলেজের অধ্যক্ষ। এ ছাড়া তিনি বিএনএমের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন।
অভিযুক্ত কলেজ অধ্যক্ষের নাম মোজাম্মেল হক। তিনি দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও দীর্ঘদিন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। সম্প্রতি এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ হলে দলীয় পদ থেকে পদত্যাগ করেন অধ্যক্ষ মোজাম্মেল হক।
তবে এবারের নির্বাচনের প্রচারের সময়ও তাঁকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ দারার সঙ্গে একমঞ্চে দেখা গেছে। আর শরিফুল ইসলাম দুর্গাপুরের হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি এই নির্বাচনে বিএনএমের প্রার্থী হয়ে নোঙর প্রতীক নিয়ে লড়েন। ভোটে বিজয়ী হন আবদুল ওয়াদুদ দারা। পরে বৃহস্পতিবার রাতে শরিফুলকে ফোন করেন মোজাম্মেল।
অডিও রেকের্ড শোনা যায়, ফোন ধরেই শরিফুল ইসলাম সালাম দেন। এ সময় মোজাম্মেল হক ‘সালাম নিতে চাচ্ছি না’ বলেই গালিগালাজ শুরু করেন। বলেন, ‘তুই আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিস তা এখনই তুলে নে...চামটি তুলে নিব, তুই কীভাবে চাকরি করিস! তিন দিন সময় দিনু, অভিযোগ তুইল্যা লিয়াসপু।...তুই পাছিসটা কি? আমরা দ্যাখ কি করছি...। তুই যুদি কোথাও লড়িস, তোর খবর আছে...। অভিযোগ তুইল্যা তুই আমার কাছে আসবি। চাম খুইল্যা লিব...।’
জানতে চাইলে অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ‘এই নির্বাচনে আমি বিএনএমের প্রার্থী ছিলাম। ভোটের আগে আগে নাকি কে আমার নাম দিয়ে অভিযোগ দিয়েছে যে, মোজাম্মেল হক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগের পদে আছেন। এটা নিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে আমাকে ফোন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। থানায় অভিযোগ করব।’
অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘শরিফুল ইসলাম একটা চিটার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এটা নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো গালিগালাজ করিনি।’
দুর্গাপুর উপজে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ‘বিএনএমের পরাজিত প্রার্থী বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে আমি অডিও রেকর্ড শুনিনি। কোনো লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনএমের প্রার্থী শরিফুল ইসলামকে এক কলেজ অধ্যক্ষ হুমকি ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শরিফুল ইসলাম নিজেও একটি কলেজের অধ্যক্ষ। এ ছাড়া তিনি বিএনএমের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন।
অভিযুক্ত কলেজ অধ্যক্ষের নাম মোজাম্মেল হক। তিনি দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও দীর্ঘদিন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। সম্প্রতি এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ হলে দলীয় পদ থেকে পদত্যাগ করেন অধ্যক্ষ মোজাম্মেল হক।
তবে এবারের নির্বাচনের প্রচারের সময়ও তাঁকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ দারার সঙ্গে একমঞ্চে দেখা গেছে। আর শরিফুল ইসলাম দুর্গাপুরের হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি এই নির্বাচনে বিএনএমের প্রার্থী হয়ে নোঙর প্রতীক নিয়ে লড়েন। ভোটে বিজয়ী হন আবদুল ওয়াদুদ দারা। পরে বৃহস্পতিবার রাতে শরিফুলকে ফোন করেন মোজাম্মেল।
অডিও রেকের্ড শোনা যায়, ফোন ধরেই শরিফুল ইসলাম সালাম দেন। এ সময় মোজাম্মেল হক ‘সালাম নিতে চাচ্ছি না’ বলেই গালিগালাজ শুরু করেন। বলেন, ‘তুই আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিস তা এখনই তুলে নে...চামটি তুলে নিব, তুই কীভাবে চাকরি করিস! তিন দিন সময় দিনু, অভিযোগ তুইল্যা লিয়াসপু।...তুই পাছিসটা কি? আমরা দ্যাখ কি করছি...। তুই যুদি কোথাও লড়িস, তোর খবর আছে...। অভিযোগ তুইল্যা তুই আমার কাছে আসবি। চাম খুইল্যা লিব...।’
জানতে চাইলে অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ‘এই নির্বাচনে আমি বিএনএমের প্রার্থী ছিলাম। ভোটের আগে আগে নাকি কে আমার নাম দিয়ে অভিযোগ দিয়েছে যে, মোজাম্মেল হক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগের পদে আছেন। এটা নিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে আমাকে ফোন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। থানায় অভিযোগ করব।’
অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘শরিফুল ইসলাম একটা চিটার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এটা নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো গালিগালাজ করিনি।’
দুর্গাপুর উপজে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ‘বিএনএমের পরাজিত প্রার্থী বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে আমি অডিও রেকর্ড শুনিনি। কোনো লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে