Ajker Patrika

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুরে শিশুকে (১৫) ধর্ষণের দায়ে সোহরাব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত বৃদ্ধ উপজেলার কিনারবেড় গ্রামের মৃত আবুল শেখের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পিপি আব্দুল হামিদ লাবলু ও পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ৬ নভেম্বর আসামি সোহরাব আলী ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। ফলে ওই ভুক্তভোগী ২৬ সপ্তাহের গর্ভবতী হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ আসামি সোহরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত