বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে সপ্তাহে দুই দিন গরু-ছাগলের হাট বসানো হয়।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর খেলাধুলার জন্য একমাত্র মাঠ এটি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বুড়িগঞ্জ হাটের জায়গা কম হওয়ায় অনেক বছর আগে থেকে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হয়। সপ্তাহের সোম ও শুক্রবার হাট বারে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল স্কুলমাঠে বিক্রির জন্য আনা হয়। মাঠে রাখা হয় গবাদিপশু পরিবহনের জন্য বিভিন্ন যানবাহন। গরু-ছাগলের মলমূত্র আর বৃষ্টির পানি মিশে মাঠ নোংরা হয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি হলেও সোমবার স্কুলে পাঠদান চলে। এদিন গরু-ছাগলের হাট বসায় শিক্ষক, শিক্ষার্থীদের স্কুলে প্রবেশসহ পাঠ কার্যক্রম ব্যহত হয়। নাম প্রকাশ না করার শর্তে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সোমবার গরু-ছাগলের হাট চলাকালে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। হাটে বিক্রি করতে আনা গরু ছুটে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতারাই হাট নিয়ন্ত্রণ করেন। হাটের জায়গা কম হওয়ায় স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হলেও
কেউ প্রতিবাদ করার সাহস পান না। গরু-ছাগলের হাটকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কয়েক বছর আগে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ভবনের সামনে অনেক উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্কুল থেকে মাঠ আলাদা করে ফেলা হয়েছে।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি চাকরিতে যোগদানের পর থেকেই স্কুলমাঠে গরু-ছাগলের হাট দেখে আসছি। তবে গত তিন বছর গরু-ছাগলের হাট স্কুলমাঠ থেকে স্থানান্তর করা হয়েছিল। গত বছরও কোরবানি ঈদের আগে স্কুলমাঠে হাট ছিল না। এবার আবার হাট বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, স্কুলমাঠে হাট বসানোর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে মাঠ কাদাপানিতে ভরপুর হয়ে থাকে। গবাদিপশুর সঙ্গে যানবাহন প্রবেশ করায় মাঠের মাঝখানে নিচু হয়ে পানি জমে থাকে। এ কারণে মাঠে খেলাধুলা করার পরিবেশ নেই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। স্কুলমাঠে গরু-ছাগলের হাটের বিষয়টি আমার জানা নেই।’
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘সরকারি পরিপত্র অনুযায়ী স্কুলমাঠে হাট-বাজার দোকানপাট বসানো নিষিদ্ধ। বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বাসানোর বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার শিবগঞ্জে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে সপ্তাহে দুই দিন গরু-ছাগলের হাট বসানো হয়।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর খেলাধুলার জন্য একমাত্র মাঠ এটি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বুড়িগঞ্জ হাটের জায়গা কম হওয়ায় অনেক বছর আগে থেকে স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হয়। সপ্তাহের সোম ও শুক্রবার হাট বারে বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল স্কুলমাঠে বিক্রির জন্য আনা হয়। মাঠে রাখা হয় গবাদিপশু পরিবহনের জন্য বিভিন্ন যানবাহন। গরু-ছাগলের মলমূত্র আর বৃষ্টির পানি মিশে মাঠ নোংরা হয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি হলেও সোমবার স্কুলে পাঠদান চলে। এদিন গরু-ছাগলের হাট বসায় শিক্ষক, শিক্ষার্থীদের স্কুলে প্রবেশসহ পাঠ কার্যক্রম ব্যহত হয়। নাম প্রকাশ না করার শর্তে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ও বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সোমবার গরু-ছাগলের হাট চলাকালে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। হাটে বিক্রি করতে আনা গরু ছুটে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতারাই হাট নিয়ন্ত্রণ করেন। হাটের জায়গা কম হওয়ায় স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো হলেও
কেউ প্রতিবাদ করার সাহস পান না। গরু-ছাগলের হাটকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কয়েক বছর আগে বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় ভবনের সামনে অনেক উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে স্কুল থেকে মাঠ আলাদা করে ফেলা হয়েছে।
বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি চাকরিতে যোগদানের পর থেকেই স্কুলমাঠে গরু-ছাগলের হাট দেখে আসছি। তবে গত তিন বছর গরু-ছাগলের হাট স্কুলমাঠ থেকে স্থানান্তর করা হয়েছিল। গত বছরও কোরবানি ঈদের আগে স্কুলমাঠে হাট ছিল না। এবার আবার হাট বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, স্কুলমাঠে হাট বসানোর কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে মাঠ কাদাপানিতে ভরপুর হয়ে থাকে। গবাদিপশুর সঙ্গে যানবাহন প্রবেশ করায় মাঠের মাঝখানে নিচু হয়ে পানি জমে থাকে। এ কারণে মাঠে খেলাধুলা করার পরিবেশ নেই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। স্কুলমাঠে গরু-ছাগলের হাটের বিষয়টি আমার জানা নেই।’
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘সরকারি পরিপত্র অনুযায়ী স্কুলমাঠে হাট-বাজার দোকানপাট বসানো নিষিদ্ধ। বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বাসানোর বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে