নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে পাওয়া লাশ নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। লাশ উদ্ধারের পর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনার কূল-কিনারা করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া এবং মূল দুটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ না পাওয়ায় তদন্তকাজে বেগ পেতে হচ্ছে। তারপরও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। বেশ কিছু তথ্য পেয়ে তদন্তকাজে কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি তদন্তকারী কর্মকর্তার।
গত ১২ ডিসেম্বর সকালে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় এমপি ফারুকের মালিকানাধীন থিম ওমর প্লাজা ভবনের সীমানা প্রাচীরের ভেতরের একটি ম্যানহোলে নয়নাল উদ্দিন (৬০) নামের এক আওয়ামী লীগ কর্মীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই ম্যানহোলের এক পাশে ১০ তলা থিম ওমর প্লাজা। আর অন্য পাশে এমপি ফারুকের রাজনৈতিক কার্যালয়।
ওমর ফারুক চৌধুরী ২০০৮ সাল থেকে পরপর চারবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন। এবার নির্বাচনের কারণে তাঁর এই রাজনৈতিক কার্যালয়ে সব সময় নেতা-কর্মীদের ভিড় লেগেই থাকত। তবে থিম ওমর প্লাজা ও তাঁর রাজনৈতিক কার্যালয় সুরক্ষিত। অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারে না। এমন একটি এলাকার ভেতরে নয়নালের লাশ পাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থিম ওমর প্লাজা থেকে আমরা মূল দুটি সিসি ক্যামেরার ফুটেজ পাইনি। এই ক্যামেরা দুটি নাকি নষ্ট। অন্য কয়েকটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। লাশ উদ্ধারের অন্তত তিন-চার দিন আগে নয়নালের মৃত্যু হয়েছে। আমাদের অন্তত সাত দিনের ফুটেজ বিশ্লেষণ করতে হচ্ছে। তাতে সময় লাগছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সময়টা জানা যেত। তাহলে ফুটেজ বিশ্লেষণ সহজ হয়ে যেত। কিন্তু ভিসেরা প্রতিবেদন না হওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন হচ্ছে না। আজও খোঁজ নিয়ে আমি এটা জেনেছি।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘মূল দুটি সিসি ক্যামেরা আসলেই নষ্ট ছিল, নাকি নষ্ট করা হয়েছে, তা জানতে ডিভিআর জব্দ করেছি। সেটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ছাড়া আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো ধরে এবং মৃত্যুর সম্ভাব্য সময়ে অন্য সিসি ক্যামেরায় দেখা গেছে এমন কয়েকজনকে আমরা সন্দেহভাজন হিসেবে ধরছি। তাদের নজরদারিতেই রাখা হয়েছে। তবে একেবারেই নিশ্চিত হওয়া যায়নি বলেই কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তদন্ত অনেক দূর এগিয়ে যাবে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে নয়নালের মৃত্যুর সময়টা পাওয়া যাবে। কীভাবে মৃত্যু হয়েছে তাও জানা যাবে। তদন্তকাজ এগিয়ে নেওয়ার জন্য এগুলো খুব দরকারি। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তদন্ত অনেক দূর এগিয়ে যাবে। আমরা এই প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’
নিহত নয়নাল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়ায়। নয়নালের স্ত্রী-সন্তান ছিল না। শুধু রাতটুকুই তিনি বাড়িতে থাকতেন। সকালে শহরে এসে সারা দিন থাকতেন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নেতাদের সঙ্গে। নেতাদের কাছ থেকে টাকা নিয়ে দুপুরের খাবার খেতেন। রাজশাহী সিটি করপোরেশন ভবনেও নয়নালের নিয়মিত যাতায়াত ছিল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তাঁকে খুব ভালোবাসতেন। তিনি ১০-১২ বছর ধরে প্রতি মাসে হাতখরচের জন্য নয়নালকে টাকা দিতেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে পাওয়া লাশ নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। লাশ উদ্ধারের পর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনার কূল-কিনারা করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া এবং মূল দুটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ না পাওয়ায় তদন্তকাজে বেগ পেতে হচ্ছে। তারপরও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। বেশ কিছু তথ্য পেয়ে তদন্তকাজে কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি তদন্তকারী কর্মকর্তার।
গত ১২ ডিসেম্বর সকালে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় এমপি ফারুকের মালিকানাধীন থিম ওমর প্লাজা ভবনের সীমানা প্রাচীরের ভেতরের একটি ম্যানহোলে নয়নাল উদ্দিন (৬০) নামের এক আওয়ামী লীগ কর্মীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই ম্যানহোলের এক পাশে ১০ তলা থিম ওমর প্লাজা। আর অন্য পাশে এমপি ফারুকের রাজনৈতিক কার্যালয়।
ওমর ফারুক চৌধুরী ২০০৮ সাল থেকে পরপর চারবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন। এবার নির্বাচনের কারণে তাঁর এই রাজনৈতিক কার্যালয়ে সব সময় নেতা-কর্মীদের ভিড় লেগেই থাকত। তবে থিম ওমর প্লাজা ও তাঁর রাজনৈতিক কার্যালয় সুরক্ষিত। অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারে না। এমন একটি এলাকার ভেতরে নয়নালের লাশ পাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থিম ওমর প্লাজা থেকে আমরা মূল দুটি সিসি ক্যামেরার ফুটেজ পাইনি। এই ক্যামেরা দুটি নাকি নষ্ট। অন্য কয়েকটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। লাশ উদ্ধারের অন্তত তিন-চার দিন আগে নয়নালের মৃত্যু হয়েছে। আমাদের অন্তত সাত দিনের ফুটেজ বিশ্লেষণ করতে হচ্ছে। তাতে সময় লাগছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সময়টা জানা যেত। তাহলে ফুটেজ বিশ্লেষণ সহজ হয়ে যেত। কিন্তু ভিসেরা প্রতিবেদন না হওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন হচ্ছে না। আজও খোঁজ নিয়ে আমি এটা জেনেছি।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘মূল দুটি সিসি ক্যামেরা আসলেই নষ্ট ছিল, নাকি নষ্ট করা হয়েছে, তা জানতে ডিভিআর জব্দ করেছি। সেটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ছাড়া আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো ধরে এবং মৃত্যুর সম্ভাব্য সময়ে অন্য সিসি ক্যামেরায় দেখা গেছে এমন কয়েকজনকে আমরা সন্দেহভাজন হিসেবে ধরছি। তাদের নজরদারিতেই রাখা হয়েছে। তবে একেবারেই নিশ্চিত হওয়া যায়নি বলেই কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তদন্ত অনেক দূর এগিয়ে যাবে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে নয়নালের মৃত্যুর সময়টা পাওয়া যাবে। কীভাবে মৃত্যু হয়েছে তাও জানা যাবে। তদন্তকাজ এগিয়ে নেওয়ার জন্য এগুলো খুব দরকারি। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তদন্ত অনেক দূর এগিয়ে যাবে। আমরা এই প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’
নিহত নয়নাল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়ায়। নয়নালের স্ত্রী-সন্তান ছিল না। শুধু রাতটুকুই তিনি বাড়িতে থাকতেন। সকালে শহরে এসে সারা দিন থাকতেন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নেতাদের সঙ্গে। নেতাদের কাছ থেকে টাকা নিয়ে দুপুরের খাবার খেতেন। রাজশাহী সিটি করপোরেশন ভবনেও নয়নালের নিয়মিত যাতায়াত ছিল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তাঁকে খুব ভালোবাসতেন। তিনি ১০-১২ বছর ধরে প্রতি মাসে হাতখরচের জন্য নয়নালকে টাকা দিতেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে