রাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বিনা উসকানিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মাধ্যমে উপাচার্যের পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তাঁর পদত্যাগই একমাত্র সমাধান। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থন ও হামলার প্রতিবাদে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত কয়েক বছরের আন্দোলনগুলো দেখলে লক্ষ করব, শিক্ষার্থীরা প্রথমে সমঝোতার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হলে তারা আন্দোলনে নামে। আমরা দেখেছি, ২০০৭ সালে একটি ছাত্র আন্দোলন সরকারের পতন ঘটিয়েছে, যেটার সঙ্গে শাবিপ্রবির শিক্ষার্থীদের ন্যায্য দাবির একটা সাদৃশ্য লক্ষ করছি। এ আন্দোলন সেরকম কিছু হবে না এমন নিশ্চয়তা নেই। শাবিপ্রবির উপাচার্য বিনা উসকানিতে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর পদত্যাগই একমাত্র সমাধান।’
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, যেকোনো আন্দোলন হলে তার মধ্যে আমরা ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছি। কিন্তু একবারও গত ১৪০ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা অনশন করছে, সেদিকে খেয়াল করছি না। আমরা ভাবছি না যে আমাদের ৩০ জন শিক্ষার্থী সেখানে মৃত্যুপথযাত্রী। হাজার হাজার শিক্ষার্থী সেখানে উপাচার্যের বিরুদ্ধে কথা বলছে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলে শিক্ষকের কোনো মূল্য থাকবে না।’
কর্মসূচিতে সংহতি জানিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি খুব বড় কোনো ঘটনা ছিল না। প্রশাসন চাইলেই এটার খুব সুন্দর একটা সমাধান করতে পারত। কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ফলে সেটা আজ উপাচার্যবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এখন বিষয়টি নিয়ে সারা দেশের শিক্ষার্থীরা কথা বলছেন। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা একটা সিন্ডিকেট তৈরি করেছেন। তাঁরা শাবিপ্রবির ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন না; বরং বলছেন, ফরিদ সাহেব পদত্যাগ করলে তাঁরাও পদত্যাগ করবেন। এর মানে, এখন খুব উঁচু দরের খেলা চলছে। শাবিপ্রবির সমাধানের ওপর নির্ভর করবে ভবিষ্যতে দেশের শিক্ষাঙ্গনগুলোতে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক আলী রেজা অপু।
কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রিদম শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্র মৈত্রীর রনজু হাসান প্রমুখ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বিনা উসকানিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মাধ্যমে উপাচার্যের পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তাঁর পদত্যাগই একমাত্র সমাধান। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থন ও হামলার প্রতিবাদে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত কয়েক বছরের আন্দোলনগুলো দেখলে লক্ষ করব, শিক্ষার্থীরা প্রথমে সমঝোতার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হলে তারা আন্দোলনে নামে। আমরা দেখেছি, ২০০৭ সালে একটি ছাত্র আন্দোলন সরকারের পতন ঘটিয়েছে, যেটার সঙ্গে শাবিপ্রবির শিক্ষার্থীদের ন্যায্য দাবির একটা সাদৃশ্য লক্ষ করছি। এ আন্দোলন সেরকম কিছু হবে না এমন নিশ্চয়তা নেই। শাবিপ্রবির উপাচার্য বিনা উসকানিতে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর পদত্যাগই একমাত্র সমাধান।’
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, যেকোনো আন্দোলন হলে তার মধ্যে আমরা ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছি। কিন্তু একবারও গত ১৪০ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা অনশন করছে, সেদিকে খেয়াল করছি না। আমরা ভাবছি না যে আমাদের ৩০ জন শিক্ষার্থী সেখানে মৃত্যুপথযাত্রী। হাজার হাজার শিক্ষার্থী সেখানে উপাচার্যের বিরুদ্ধে কথা বলছে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলে শিক্ষকের কোনো মূল্য থাকবে না।’
কর্মসূচিতে সংহতি জানিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি খুব বড় কোনো ঘটনা ছিল না। প্রশাসন চাইলেই এটার খুব সুন্দর একটা সমাধান করতে পারত। কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ফলে সেটা আজ উপাচার্যবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এখন বিষয়টি নিয়ে সারা দেশের শিক্ষার্থীরা কথা বলছেন। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা একটা সিন্ডিকেট তৈরি করেছেন। তাঁরা শাবিপ্রবির ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন না; বরং বলছেন, ফরিদ সাহেব পদত্যাগ করলে তাঁরাও পদত্যাগ করবেন। এর মানে, এখন খুব উঁচু দরের খেলা চলছে। শাবিপ্রবির সমাধানের ওপর নির্ভর করবে ভবিষ্যতে দেশের শিক্ষাঙ্গনগুলোতে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক আলী রেজা অপু।
কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রিদম শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্র মৈত্রীর রনজু হাসান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫