Ajker Patrika

রাজশাহীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে এক তরুণীকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পলাশ কুমার নাথ ওরফে র‍্যামবো ওরফে রেমু (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রেমু নগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া মহল্লার বাসিন্দা। গত সোমবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রেমু কৌশলে ওই তরুণীকে নগরীর বর্নালী মোড় থেকে এক সহযোগীর মাধ্যমে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে তাকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে। এরপর রাণীদিঘী এলাকায় অসুস্থ অবস্থায় ফেলে যাওয়া হয়। 

অসুস্থ অবস্থায় ওই তরুণী হাঁটতে হাঁটতে কোর্ট স্টেশনে গেলে সেখান থেকে এক রিকশাচালক তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে ওই তরুণীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা হয়। এ মামলায় আসামি রেমুকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত