নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে