Ajker Patrika

রাজশাহীর ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

রাজশাহীতে ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। আজ মঙ্গলবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়। পরে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি বলেন, ‘আমরা কোনো লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি। যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। আমি প্রতিবছর রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করব।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা ও বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীর প্রতীক)। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত